আয়শা খেললেও আইসিইউতে লড়ছে মোরশেদ

চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর মধ্যে বড় বোন আয়শা (৪) খেললেও ছোট ভাই মোরশেদের (২) শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। বর্তমানে মোরশেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। শিশু দুটি চট্টগ্রাম জেলা প্রশাসক ও আনোয়ারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে একটি ভিডিওতে শিশু মোরশেদকে হাসপাতালের আইসিইউতে মুমূর্ষু অবস্থায় দেখা যায়। উদ্ধারের পর থেকে শিশু দুটির সার্বিক সহযোগিতায় নিয়োজিত সিএনজিচালক মহিম উদ্দিন ও স্থানীয় বাসিন্দা দিদারুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রামের জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নেওয়ার পর অসুস্থ ছোট শিশু মোরশেদকে প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও পরে শারীরিক অবস্থা খারাপ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে দুজন নার্স সার্বক্ষণিক তার পাশে রয়েছেন। তবে আয়শা এখন সম্পন্ন সুস্থ। সে খেলাধুলায় ব্যস্ত সময় পার করছে। মাঝে মাঝে ছোট ভাই মোরশেদকে খুঁজছে। এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, শিশু দুটির দায়িত্ব জেলা প্রশাসক নিয়েছেন। উদ্ধারের

আয়শা খেললেও আইসিইউতে লড়ছে মোরশেদ
চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর মধ্যে বড় বোন আয়শা (৪) খেললেও ছোট ভাই মোরশেদের (২) শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। বর্তমানে মোরশেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। শিশু দুটি চট্টগ্রাম জেলা প্রশাসক ও আনোয়ারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে একটি ভিডিওতে শিশু মোরশেদকে হাসপাতালের আইসিইউতে মুমূর্ষু অবস্থায় দেখা যায়। উদ্ধারের পর থেকে শিশু দুটির সার্বিক সহযোগিতায় নিয়োজিত সিএনজিচালক মহিম উদ্দিন ও স্থানীয় বাসিন্দা দিদারুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রামের জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নেওয়ার পর অসুস্থ ছোট শিশু মোরশেদকে প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও পরে শারীরিক অবস্থা খারাপ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে দুজন নার্স সার্বক্ষণিক তার পাশে রয়েছেন। তবে আয়শা এখন সম্পন্ন সুস্থ। সে খেলাধুলায় ব্যস্ত সময় পার করছে। মাঝে মাঝে ছোট ভাই মোরশেদকে খুঁজছে। এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, শিশু দুটির দায়িত্ব জেলা প্রশাসক নিয়েছেন। উদ্ধারের সময় থেকেই ছোট শিশু মোরশেদ অসুস্থ ছিল। দীর্ঘদিন চিকিৎসাসেবা না পাওয়ায় তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক নজরে রেখেছেন। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন দুই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে মানবিক দিক বিবেচনায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন শিশু দুটির দায়িত্ব গ্রহণ করে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে বাঁশখালী উপজেলা থেকে তাদের বাবাকে আটক করলে পুলিশি হেফাজতে পারিবারিক কলহের কথা জানান খোরশেদ আলম। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায় বলে জানা যায়।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow