ইউক্রেনকে ভূমি ও সামরিক শক্তি কমানোর শর্ত

ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র একটি গোপন খসড়া শান্তি প্রস্তাব তৈরি করেছে বলে আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। প্রস্তাব অনুযায়ী, কিয়েভকে দনবাসের অবশিষ্ট অংশসহ কিছু ভূখণ্ড ছাড়তে হবে এবং সামরিক বাহিনীর আকার প্রায় অর্ধেক কমাতে হবে। নির্দিষ্ট কিছু অস্ত্র ত্যাগ করার শর্তও এতে রয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসের সূত্র বলছে, ২৮ দফার এই পরিকল্পনা রাশিয়ার দাবি-দাওয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিল রেখেই তৈরি এবং এটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে সুবিধাজনক। রাশিয়ার সঙ্গে আলোচনা করে খসড়া প্রস্তুত করা হলেও মস্কো নতুন কোনো শান্তি পরিকল্পনার বিষয়টি অস্বীকার করেছে। মিয়ামিতে ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সচিব রুস্তেম উমেরভের সঙ্গে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের বৈঠকে এই প্রস্তাব তুলে ধরা হয়। পরিকল্পনায় রুশ ভাষাকে সরকারি মর্যাদা দেওয়া এবং রুশ অর্থোডক্স চার্চের ইউক্রেনীয় শাখাকে স্বীকৃতি দেওয়ার কথাও রয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, বড় ধরনের পরিবর্তন ছাড়া কিয়েভের পক্ষে এসব শর্তে আলোচনা করা কঠিন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে রক্তপাত বন্ধ ও স্থায়ী শান্তির জন্য কার্যকর

ইউক্রেনকে ভূমি ও সামরিক শক্তি কমানোর শর্ত
ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র একটি গোপন খসড়া শান্তি প্রস্তাব তৈরি করেছে বলে আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। প্রস্তাব অনুযায়ী, কিয়েভকে দনবাসের অবশিষ্ট অংশসহ কিছু ভূখণ্ড ছাড়তে হবে এবং সামরিক বাহিনীর আকার প্রায় অর্ধেক কমাতে হবে। নির্দিষ্ট কিছু অস্ত্র ত্যাগ করার শর্তও এতে রয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসের সূত্র বলছে, ২৮ দফার এই পরিকল্পনা রাশিয়ার দাবি-দাওয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিল রেখেই তৈরি এবং এটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে সুবিধাজনক। রাশিয়ার সঙ্গে আলোচনা করে খসড়া প্রস্তুত করা হলেও মস্কো নতুন কোনো শান্তি পরিকল্পনার বিষয়টি অস্বীকার করেছে। মিয়ামিতে ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সচিব রুস্তেম উমেরভের সঙ্গে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের বৈঠকে এই প্রস্তাব তুলে ধরা হয়। পরিকল্পনায় রুশ ভাষাকে সরকারি মর্যাদা দেওয়া এবং রুশ অর্থোডক্স চার্চের ইউক্রেনীয় শাখাকে স্বীকৃতি দেওয়ার কথাও রয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, বড় ধরনের পরিবর্তন ছাড়া কিয়েভের পক্ষে এসব শর্তে আলোচনা করা কঠিন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে রক্তপাত বন্ধ ও স্থায়ী শান্তির জন্য কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow