ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক/সহকারী সচিব পদের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা (এমসিকিউ) আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। সোমবার (১২ জানুয়ারি) ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, পরীক্ষার্থীদের সংশোধিত আসন বিন্যাস ৮ জানুয়ারি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।   ইউজিসি জানায়, ১৫ পদে ৭ হাজার ৩৫১ জন প্রার্থী ছিল। গত বছরের ১৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এমসিকিউ টাইপের এই নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ১৮ ডিসেম্বর রাতে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক/সহকারী সচিব পদের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা (এমসিকিউ) আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। সোমবার (১২ জানুয়ারি) ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, পরীক্ষার্থীদের সংশোধিত আসন বিন্যাস ৮ জানুয়ারি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।   ইউজিসি জানায়, ১৫ পদে ৭ হাজার ৩৫১ জন প্রার্থী ছিল। গত বছরের ১৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এমসিকিউ টাইপের এই নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ১৮ ডিসেম্বর রাতে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow