ইডেন কলেজে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ইডেন মহিলা কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের হজরত রাবেয়া বসরী (রা.) ছাত্রীনিবাসের নামাজ ঘরে কলেজের ৬ ছাত্রীনিবাসের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অর্থনীতি বিভাগীয় প্রধান সামিম আরা বেগম, শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজকর্ম বিভাগীয় প্রধান অধ্যাপক ড.আফরোজা বেগমসহ কলেজের ছয় হলের উপদেষ্টা, হল সুপার ও শিক্ষকরা। দোয়া মাহফিলে বক্তব্যরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও গণতন্ত্রের জন্য অবদান স্মরণ করেন। এ সময় কামনায়, দেশ জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে ইডেন মহিলা কলেজের সকল ছাত্রীনিবাসের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সামিম আরা বেগম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক উপলক্ষে আমাদের বিভাগগুলোতে যথাযোগ্য মর্যাদায় শোক দোয়া মাহফিল পালন করেছি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা

ইডেন কলেজে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ইডেন মহিলা কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের হজরত রাবেয়া বসরী (রা.) ছাত্রীনিবাসের নামাজ ঘরে কলেজের ৬ ছাত্রীনিবাসের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অর্থনীতি বিভাগীয় প্রধান সামিম আরা বেগম, শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজকর্ম বিভাগীয় প্রধান অধ্যাপক ড.আফরোজা বেগমসহ কলেজের ছয় হলের উপদেষ্টা, হল সুপার ও শিক্ষকরা।

দোয়া মাহফিলে বক্তব্যরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও গণতন্ত্রের জন্য অবদান স্মরণ করেন। এ সময় কামনায়, দেশ জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে ইডেন মহিলা কলেজের সকল ছাত্রীনিবাসের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সামিম আরা বেগম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক উপলক্ষে আমাদের বিভাগগুলোতে যথাযোগ্য মর্যাদায় শোক দোয়া মাহফিল পালন করেছি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছি। একই সঙ্গে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে ইডেন মহিলা কলেজের হোস্টেল কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা প্রদান করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow