ইডেন কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

5 days ago 11

রাজধানীর রামপুরা হাইস্কুলের পাশের একটি বাসা থেকে বর্ষা আক্তার বিথী (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুরের কালকিনি থানার সিডিখান এলাকার মো. হাবিবুর রহমান মেয়ে। বিথী তার খালার বাসায় থেকে পড়াশোনা করেন। ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাস করেছেন।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তারেক দিপু জাগো নিউজকে বলেন, আমরা খবর পেয়ে পূর্ব রামপুরার হাই স্কুল গলির ২৬৫/২ নম্বর বাসা থেকে দরজা ভেঙে এক শিক্ষার্থীর ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে এসআই আবু তারেক দিপু বলেন, সকালে বিথীকে বাসায় রেখে তার খালা গার্মেন্টসে যান। বিকেলে অনেক ডাকাডাকির পর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। এর তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/জেআইএম

Read Entire Article