ইতালিতে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
ইতালির রোমে ভ্রমণে আসা এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে ২৮ বছর বয়সী বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) মেট্রোতে ভ্যাটিকান সিটিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এই বিষয়ে ফেসবুক পোস্ট করেছেন দেশটির সাবেক উপমন্ত্রী মাত্তেও সালভিনি। জানা গেছে, ভ্যাটিকান সিটি যাওয়ার পথে চলন্ত ট্রেনের ভেতরে বাংলাদেশি যুবক ওই কিশোরীকে স্পর্শ করেন এবং যৌন হয়রানির চেষ্টা করেন। এসময় ওই কিশোরীর চিৎকারে আশপাশের যাত্রীরা এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ অভিযুক্তকে ভিত্তোরিও ইমানুয়েল স্টেশনে আটক করা হয়। তদন্তে দেখা গেছে, বাংলাদেশি যুবকের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে অপরাধের রেকর্ড ছিল। দুই বছর আগে অর্থাৎ ২০২৪ সালেও একটি বাসে এক নারীকে হেনস্থা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। রোম পুলিশ তাকে গুরুতর যৌন সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠিয়েছে। ইতালির সাবেক উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এ ধরনের অপরাধের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। মাত্তেও সালভিনি ইতালির কট্টরপন্থি একজন রাজনীতিবিদ। তিনি ইতালিতে অবস্থানরত প্রবাসীদের পছন্দ করেন না। এদিকে, এই ঘটনায় ইত
ইতালির রোমে ভ্রমণে আসা এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে ২৮ বছর বয়সী বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারি) মেট্রোতে ভ্যাটিকান সিটিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এই বিষয়ে ফেসবুক পোস্ট করেছেন দেশটির সাবেক উপমন্ত্রী মাত্তেও সালভিনি।
জানা গেছে, ভ্যাটিকান সিটি যাওয়ার পথে চলন্ত ট্রেনের ভেতরে বাংলাদেশি যুবক ওই কিশোরীকে স্পর্শ করেন এবং যৌন হয়রানির চেষ্টা করেন। এসময় ওই কিশোরীর চিৎকারে আশপাশের যাত্রীরা এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ অভিযুক্তকে ভিত্তোরিও ইমানুয়েল স্টেশনে আটক করা হয়।
তদন্তে দেখা গেছে, বাংলাদেশি যুবকের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে অপরাধের রেকর্ড ছিল। দুই বছর আগে অর্থাৎ ২০২৪ সালেও একটি বাসে এক নারীকে হেনস্থা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। রোম পুলিশ তাকে গুরুতর যৌন সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠিয়েছে।
ইতালির সাবেক উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এ ধরনের অপরাধের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। মাত্তেও সালভিনি ইতালির কট্টরপন্থি একজন রাজনীতিবিদ। তিনি ইতালিতে অবস্থানরত প্রবাসীদের পছন্দ করেন না। এদিকে, এই ঘটনায় ইতালিতে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে।
What's Your Reaction?