ইতিহাস বদলে দিল বাংলাদেশ, যা আগে কখনো ঘটেনি

টি-টোয়েন্টি ফরম্যাটে বরাবরই কিছুটা দুর্বল বাংলাদেশ দল। তবে সম্প্রতি সেই ধারণা বদলেছে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও এখন দারুণ ক্রিকেট খেলে টাইগাররা। নিজেদের দিনে হারিয়ে দেয় বড় দলকেও। মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়েছে টাইগাররা। এর আগের কোনো বছরই এত সংখ্যক ম্যাচ জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।  টি-টোয়েন্টিতে ২০২৫ সালটা স্বপ্নের মতো কাটিয়েছে বাংলাদেশ। ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি খেললেও চলতি বছরই সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে টাইগাররা। এই বছর ৩০ ম্যাচ খেলে ১৫টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছেন লিটন-তামিম-মুস্তাফিজরা। বাকি ১৫ ম্যাচের ১৪টিতে টাইগারদের হার আর একটি ম্যাচ হয়েছে ড্র। ২০২৪ সালে ২৪ টি-টোয়েন্টি খেলে ১২টিতে জয়ের দেখা পায় টাইগাররা। সমানসংখ্যক ম্যাচে পরাজয়ও রয়েছে তাদের। কোনো নির্দিষ্ট বছরের হিসেবে তৃতীয় সর্বোচ্চ জয় বাংলাদেশ পেয়েছে ২০২১ সালে। সেবার ২৭ ম্যাচে ১১টি জিতেছিল টাইগাররা, যদিও হেরেছিল ১৬টি ম্যাচ। চলতি বছর ম্যাচ যেমন বেশি জিতেছে বাংলাদেশ, তেমনি মাঠে ছক্কাও হাঁকিয়েছে বেশি। প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশ দল হাঁকিয়েছে

ইতিহাস বদলে দিল বাংলাদেশ, যা আগে কখনো ঘটেনি

টি-টোয়েন্টি ফরম্যাটে বরাবরই কিছুটা দুর্বল বাংলাদেশ দল। তবে সম্প্রতি সেই ধারণা বদলেছে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও এখন দারুণ ক্রিকেট খেলে টাইগাররা। নিজেদের দিনে হারিয়ে দেয় বড় দলকেও। মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়েছে টাইগাররা। এর আগের কোনো বছরই এত সংখ্যক ম্যাচ জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। 

টি-টোয়েন্টিতে ২০২৫ সালটা স্বপ্নের মতো কাটিয়েছে বাংলাদেশ। ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি খেললেও চলতি বছরই সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে টাইগাররা। এই বছর ৩০ ম্যাচ খেলে ১৫টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছেন লিটন-তামিম-মুস্তাফিজরা। বাকি ১৫ ম্যাচের ১৪টিতে টাইগারদের হার আর একটি ম্যাচ হয়েছে ড্র।

২০২৪ সালে ২৪ টি-টোয়েন্টি খেলে ১২টিতে জয়ের দেখা পায় টাইগাররা। সমানসংখ্যক ম্যাচে পরাজয়ও রয়েছে তাদের। কোনো নির্দিষ্ট বছরের হিসেবে তৃতীয় সর্বোচ্চ জয় বাংলাদেশ পেয়েছে ২০২১ সালে। সেবার ২৭ ম্যাচে ১১টি জিতেছিল টাইগাররা, যদিও হেরেছিল ১৬টি ম্যাচ।

চলতি বছর ম্যাচ যেমন বেশি জিতেছে বাংলাদেশ, তেমনি মাঠে ছক্কাও হাঁকিয়েছে বেশি। প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশ দল হাঁকিয়েছে দুইশরও বেশি ছক্কা। বছরের শেষ ম্যাচে নিজেদের রেকর্ডটাকে নতুন এক উচ্চতায় নিয়ে যায় টাইগাররা। তানজিদ হাসান তামিম, লিটন দাস, পারভেজ ইমন, জাকের আলীদের কল্যাণে বাংলাদেশ নতুন এই মাইলফলক গড়ে।

২০২৪ সালে বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম্যাটে ১২২টি ছক্কা হাঁকিয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে ২০২৫ সালে ২০৬টি ছক্কা মেরেছে টাইগাররা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow