ইথিওপিয়া থেকে আসা ছাই ভারত-পাকিস্তানের আকাশেও

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জেগে উঠেছে একটি আগ্নেয়গিরি। আর এ ঘটনার দৃশ্য দেখা গেছে মহাকাশ থেকেও। হাইলি গুবি নামের আগ্নেয়গিরিটিতে রোববার এমন দৃশ্য দেখা গেছে। এটি রাজধানী শহর থেকে ৮০০ কিলোমিটার দূরে ইরিত্রিয়া সীমান্তের কাছে অবস্থিত। কিন্তু আগ্নেয়গিরিটি থেকে নির্গত ছাই শুধু সেই দেশে সীমাবদ্ধ নেই। বাতাস সেই ছাই বয়ে নিয়ে এসেছে ভারত-পাকিস্তানের আকাশেও।  তুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার জানিয়েছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এর ধোঁয়ার কুণ্ডলী বিস্তৃত অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে। এ থেকে সৃষ্ট হওয়া ছাইয়ের মেঘ ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের আকাশ ঢেকে ফেলেছে। ফলে ভারতের নয়াদিল্লিতে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক বিমান সংস্থা ফ্লাইট বাতিলও করেছে।  এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, সাদা ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম বলেছে, হাইলি গুবি আগ্নেয়গিরির হোলোসিন যুগে, অর্থাৎ শেষ বরফযুগের পর গত প্রায় ১২ হাজার বছর পর্যন্ত অগ্ন্যুৎপাতের কোনো রেকর্ড ছিল না।

ইথিওপিয়া থেকে আসা ছাই ভারত-পাকিস্তানের আকাশেও

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জেগে উঠেছে একটি আগ্নেয়গিরি। আর এ ঘটনার দৃশ্য দেখা গেছে মহাকাশ থেকেও। হাইলি গুবি নামের আগ্নেয়গিরিটিতে রোববার এমন দৃশ্য দেখা গেছে। এটি রাজধানী শহর থেকে ৮০০ কিলোমিটার দূরে ইরিত্রিয়া সীমান্তের কাছে অবস্থিত। কিন্তু আগ্নেয়গিরিটি থেকে নির্গত ছাই শুধু সেই দেশে সীমাবদ্ধ নেই। বাতাস সেই ছাই বয়ে নিয়ে এসেছে ভারত-পাকিস্তানের আকাশেও। 

তুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার জানিয়েছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এর ধোঁয়ার কুণ্ডলী বিস্তৃত অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে।

এ থেকে সৃষ্ট হওয়া ছাইয়ের মেঘ ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের আকাশ ঢেকে ফেলেছে। ফলে ভারতের নয়াদিল্লিতে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক বিমান সংস্থা ফ্লাইট বাতিলও করেছে। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, সাদা ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম বলেছে, হাইলি গুবি আগ্নেয়গিরির হোলোসিন যুগে, অর্থাৎ শেষ বরফযুগের পর গত প্রায় ১২ হাজার বছর পর্যন্ত অগ্ন্যুৎপাতের কোনো রেকর্ড ছিল না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow