ইনজুরির কারাগারে বন্দী এক জাদুকরের গল্প
ফুটবল ভুবনের এক বিষণ্ন কাব্য তিনি—নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র। ব্রাজিলের সমুদ্রসৈকত থেকে উঠে আসা এক প্রতিভার নাম, যার পায়ে সাম্বার ছন্দ আর চোখে বিশ্বজয়ের স্বপ্ন। ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোসের হয়ে যখন প্রথম মাঠে নামলেন, মনে হলো যেন এক নতুন যুগের দূত, ফুটবলের ব্যাকরণ ভেঙে লেখা এক দুরন্ত কবিতা। তাঁর ড্রিবলিংয়ে ছিল বিদ্যুতের গতি, প্রতিপক্ষের ডিফেন্স যেন তাঁর কাছে ধুলার প্রাসাদ, নিমেষে তা গুঁড়িয়ে দিতেন নিজের শৈল্পিক ছোয়ায়।
ফুটবল ভুবনের এক বিষণ্ন কাব্য তিনি—নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র। ব্রাজিলের সমুদ্রসৈকত থেকে উঠে আসা এক প্রতিভার নাম, যার পায়ে সাম্বার ছন্দ আর চোখে বিশ্বজয়ের স্বপ্ন। ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোসের হয়ে যখন প্রথম মাঠে নামলেন, মনে হলো যেন এক নতুন যুগের দূত, ফুটবলের ব্যাকরণ ভেঙে লেখা এক দুরন্ত কবিতা। তাঁর ড্রিবলিংয়ে ছিল বিদ্যুতের গতি, প্রতিপক্ষের ডিফেন্স যেন তাঁর কাছে ধুলার প্রাসাদ, নিমেষে তা গুঁড়িয়ে দিতেন নিজের শৈল্পিক ছোয়ায়।