ইবিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে প্রশাসন ভবন ও আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর, প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য মুক্ত বাংলায় সমবেত হয়। সেখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. জাহাঙ্গীর আলম পুষ্পস্তবক অর্পণ করেন।