ইবি কর্মকর্তা সমিতির তলবী সভা না করার আহ্বান, বিশৃঙ্খলার আশঙ্কা

দেশের বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ফ্যাসিস্টদের অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির নির্বাচন আয়োজন সমীচীন হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ কারণে এসময় কর্মকর্তা সমিতির তলবী সভা আয়োজন না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে প্রক্টরিয়াল বডি। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এ নির্বাচনকে কেন্দ্র কর্মকর্তা সমিতির দুপক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্কহানি, অনিরাপত্তা ও চরম অসন্তোষের সৃষ্টি হওয়ায় বিশৃঙ্খলার আশঙ্কা করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এস্টেট অফিস প্রধান উপ-রেজিস্ট্রার আলাউদ্দিনের স্বাক্ষরিত পত্রের প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উক্ত পত্র মোতাবেক তলবী সভা আয়োজনের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে জানানো হয় যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং জুলাই-যোদ্ধা শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের বর্তমান বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ফ্য

ইবি কর্মকর্তা সমিতির তলবী সভা না করার আহ্বান, বিশৃঙ্খলার আশঙ্কা

দেশের বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ফ্যাসিস্টদের অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির নির্বাচন আয়োজন সমীচীন হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ কারণে এসময় কর্মকর্তা সমিতির তলবী সভা আয়োজন না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে প্রক্টরিয়াল বডি। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এ নির্বাচনকে কেন্দ্র কর্মকর্তা সমিতির দুপক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্কহানি, অনিরাপত্তা ও চরম অসন্তোষের সৃষ্টি হওয়ায় বিশৃঙ্খলার আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এস্টেট অফিস প্রধান উপ-রেজিস্ট্রার আলাউদ্দিনের স্বাক্ষরিত পত্রের প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উক্ত পত্র মোতাবেক তলবী সভা আয়োজনের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে জানানো হয় যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং জুলাই-যোদ্ধা শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের বর্তমান বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ফ্যাসিস্টদের অংশগ্রহণে কোনো নির্বাচন অনুষ্ঠানের আয়োজন সমীচীন হবে না।

বিবৃতি আরো বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মকর্তী ফোরামের সাধারণ সম্পাদক জনাব খোন্দকার আব্দুল মজিদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় গ্রীণ ফোরাম কর্মকর্তা ইউনিটের সভাপতি জনাব মুহাম্মদ উমর আলী ও সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষরিত পৃথক দুটি পত্র প্রক্টরিয়াল বডির হাতে পৌঁছেছে। উক্ত দুই পত্রে সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ তলবী সভা আহ্বানের প্রেক্ষিতে পারস্পরিক সম্পর্কহানি, অনিরাপত্তা ও চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন এবং বর্তমান সময়ে তলবী সভা আয়োজন অনুকূল নয় মর্মে মতামত দেন।

এছাড়াও, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস. এম. সুইট বিভিন্ন দাবিসমূহ সংবলিত একটি স্মারকলিপি মাননীয় উপাচার্যের বরাবর জমা দেন। উক্ত স্মারকলিপিতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা জুলাই-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সকলের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানায়। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় প্রক্টরিয়াল বডি এস্টেট অফিস প্রধান উপ-রেজিস্ট্রার আলাউদ্দিনকে তলবী সভা আয়োজন না করার জন্য অনুরোধ জানায়।

এদিকে এদিন দুপুরে ইবি বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন উপাচার্য বরাবর দেওয়া স্মারকলিপিতে পাঁচটি দাবি জানায়। এর মধ্যে, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সংসদ ব্যতিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের নির্বাচন বন্ধ রাখা ও জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সকলের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানানো হয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান বলেন, “জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম ও গ্রীন ফোরামের কর্মকর্তারা বসে একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি আমাদের জানিয়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সংশ্লিষ্ট পক্ষকে তলবী সভা না করার বিষয়টি অবহিত করেছি।”

এ বিষয়ে এস্টেট অফিস প্রধান ও উপ-রেজিস্ট্রার মো. আলাউদ্দীন বলেন, “জিয়া পরিষদ শিক্ষক ইউনিট, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট, ইবি ইউট্যাব ও ইবি ছাত্রদলের সঙ্গে বসে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত গ্রহণের পর তা প্রক্টরকে জানানো হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow