ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মোহসেন আল-দাইরিকে বরখাস্ত করেছে দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি তাকে বরখাস্ত করে অবসর দেওয়ার নির্দেশ দিয়েছেন।  বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানায়, এক ডিক্রির মাধ্যমে লেফটেন্যান্ট জেনারেল আল-দাইরিকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে অবসরে পাঠানো হয়েছে। তবে এ সিদ্ধান্তের পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি। এর আগের দিন আল-আলিমি পরিবহন ও পরিকল্পনামন্ত্রীকে বরখাস্ত করেন। অভিযোগ ছিল, তারা দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসির) নেওয়া ‘একতরফা পদক্ষেপের’ প্রতি সমর্থন জানিয়েছিলেন। বুধবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আল-আলিমি বেসামরিক ও সামরিক প্রশাসনে বড় ধরনের রদবদল করেন। এ সময় তিনি আদেনের গভর্নর ও কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারকে বরখাস্ত করেন। এদিকে গত সপ্তাহে সৌদি আরব অভিযোগ করে যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের দক্ষিণ সীমান্তবর্তী হাজরামাউত ও আল-মাহরা প্রদেশে সৌদি সীমান্তের কাছাকাছি সামরিক

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মোহসেন আল-দাইরিকে বরখাস্ত করেছে দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি তাকে বরখাস্ত করে অবসর দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানায়, এক ডিক্রির মাধ্যমে লেফটেন্যান্ট জেনারেল আল-দাইরিকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে অবসরে পাঠানো হয়েছে। তবে এ সিদ্ধান্তের পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগের দিন আল-আলিমি পরিবহন ও পরিকল্পনামন্ত্রীকে বরখাস্ত করেন। অভিযোগ ছিল, তারা দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসির) নেওয়া ‘একতরফা পদক্ষেপের’ প্রতি সমর্থন জানিয়েছিলেন।

বুধবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আল-আলিমি বেসামরিক ও সামরিক প্রশাসনে বড় ধরনের রদবদল করেন। এ সময় তিনি আদেনের গভর্নর ও কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারকে বরখাস্ত করেন।

এদিকে গত সপ্তাহে সৌদি আরব অভিযোগ করে যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের দক্ষিণ সীমান্তবর্তী হাজরামাউত ও আল-মাহরা প্রদেশে সৌদি সীমান্তের কাছাকাছি সামরিক অভিযান চালাতে এসটিসিকে উসকানি দিচ্ছে। তবে আবুধাবি এই অভিযোগ অস্বীকার করেছে। এই দুই প্রদেশ ইয়েমেনের মোট ভূখণ্ডের প্রায় অর্ধেক অংশজুড়ে অবস্থিত। গত মাসে এসটিসি যোদ্ধারা অঞ্চলগুলো দখল করলেও চলতি সপ্তাহের শুরুতে সরকারি বাহিনী সেগুলো পুনর্দখল করতে সক্ষম হয়।

দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল দীর্ঘদিন ধরেই দক্ষিণ ইয়েমেনকে আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। তাদের অভিযোগ, ধারাবাহিক সরকারগুলো দক্ষিণাঞ্চলকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে উপেক্ষা করেছে। তবে ইয়েমেন সরকার এই দাবি প্রত্যাখ্যান করে দেশের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার ওপর জোর দিচ্ছে।

উত্তর ও দক্ষিণ ইয়েমেন ১৯৯০ সালের ২২ মে একীভূত হয়ে বর্তমান ইয়েমেন প্রজাতন্ত্র গঠন করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow