ইরফান পাঠানের বাজি পাকিস্তান

দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই শুরু হয়ে গেছে উত্তাপ। ভক্ত-সমর্থক ও ক্রিকেট বোদ্ধারা তাদের প্রিয় এবং ফেভারিট দলগুলোকে নিয়ে করছেন চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যেই ২০২৬ কাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে পাকিস্তানকে নিয়ে বাজি ধরেছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।  আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এই বিশ্বকাপ নিয়ে করা এক বিশ্লেষণে ইরফান পাঠান পাকিস্তানের প্রতি আস্থা প্রকাশ করেন। ভারতের একটি শীর্ষস্থানীয় ক্রীড়া প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ওই আলোচনা অনুষ্ঠানে পাঠানের সঙ্গে ছিলেন সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা, চেতেশ্বর পুজারা, মোহাম্মদ কাইফ, সুরেশ রায়না ও সঞ্জয় বাঙ্গার।  সেখানে নকআউট পর্বে পাকিস্তানের জায়গা নিশ্চিত দেখেছেন কেবলমাত্র ইরফান পাঠানই। তার সেমিফাইনালের সম্ভাব্য চার দলের বাকী তিনটি হলো, অস্ট্রেলিয়া, ভারত এবং ইংল্যান্ড। তবে অন্য বিশ্লেষকদের পছন্দে পাকিস্তান জায়গা পায়নি। রবিন উথাপ্পা সেরা চারে রেখেছেন ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে। পুজারা, অনিল কুম্বলে, সঞ্জয় বাঙ্গার ও আকাশ চোপড়া একমত হয়ে বেছে নেন ভারত,

ইরফান পাঠানের বাজি পাকিস্তান

দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই শুরু হয়ে গেছে উত্তাপ। ভক্ত-সমর্থক ও ক্রিকেট বোদ্ধারা তাদের প্রিয় এবং ফেভারিট দলগুলোকে নিয়ে করছেন চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যেই ২০২৬ কাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে পাকিস্তানকে নিয়ে বাজি ধরেছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। 

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এই বিশ্বকাপ নিয়ে করা এক বিশ্লেষণে ইরফান পাঠান পাকিস্তানের প্রতি আস্থা প্রকাশ করেন। ভারতের একটি শীর্ষস্থানীয় ক্রীড়া প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ওই আলোচনা অনুষ্ঠানে পাঠানের সঙ্গে ছিলেন সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা, চেতেশ্বর পুজারা, মোহাম্মদ কাইফ, সুরেশ রায়না ও সঞ্জয় বাঙ্গার। 

সেখানে নকআউট পর্বে পাকিস্তানের জায়গা নিশ্চিত দেখেছেন কেবলমাত্র ইরফান পাঠানই। তার সেমিফাইনালের সম্ভাব্য চার দলের বাকী তিনটি হলো, অস্ট্রেলিয়া, ভারত এবং ইংল্যান্ড। তবে অন্য বিশ্লেষকদের পছন্দে পাকিস্তান জায়গা পায়নি। রবিন উথাপ্পা সেরা চারে রেখেছেন ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে।

পুজারা, অনিল কুম্বলে, সঞ্জয় বাঙ্গার ও আকাশ চোপড়া একমত হয়ে বেছে নেন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডকে। মোহাম্মদ কাইফের তালিকায় ছিল ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। সুরেশ রায়না সেমিফাইনালের সম্ভাব্য দল হিসেবে দেখেছেন ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে।

জানিয়ে রাখা ভালো যে, ইরফান পাকিস্তানকে বেছে নিলেও এবারের আসরে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে দেশটি। পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের আলোচনা জোরালো হয় মূলত বাংলাদেশের সাম্প্রতিক অবস্থানকে কেন্দ্র করে। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বাইরে ভেন্যু চেয়ে আইসিসির কাছে আবেদন করে। কিন্তু তা না বিবেচনা করে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয় আইসিসি। যা মেনে নিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow