ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২,৬৭৭
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৭৭ জনে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। সংগঠনটির মতে, অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ হাজার ৯৭ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানানো হয়। তবে ইরানের সরকারি কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিক্ষোভে মোট কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। গত বছরের ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানে এই বিক্ষোভ শুরু হয়। প্রথমে দোকানদার, ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত লোকজন ধর্মঘট ও বিক্ষোভে নামেন। তাদের অভিযোগ ছিল লাগামহীন মূল্যস্ফীতি, দেশটির মুদ্রা রিয়ালের ব্যাপক অবমূল্যায়ন এবং ক্রমাগত অবনতি হওয়া অর্থনৈতিক পরিস্থিতি। পরবর্তী সময়ে এই আন্দোলন তেহরান ছাড়িয়ে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এতে শ্রমিক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নিতে শুরু করেন। ধীরে ধীরে অর্থনৈতিক দাবির পাশাপাশি এই বিক্ষোভ সরকারবিরোধী আন
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৭৭ জনে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
সংগঠনটির মতে, অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ হাজার ৯৭ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানানো হয়।
তবে ইরানের সরকারি কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিক্ষোভে মোট কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।
গত বছরের ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানে এই বিক্ষোভ শুরু হয়। প্রথমে দোকানদার, ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত লোকজন ধর্মঘট ও বিক্ষোভে নামেন। তাদের অভিযোগ ছিল লাগামহীন মূল্যস্ফীতি, দেশটির মুদ্রা রিয়ালের ব্যাপক অবমূল্যায়ন এবং ক্রমাগত অবনতি হওয়া অর্থনৈতিক পরিস্থিতি।
পরবর্তী সময়ে এই আন্দোলন তেহরান ছাড়িয়ে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এতে শ্রমিক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নিতে শুরু করেন। ধীরে ধীরে অর্থনৈতিক দাবির পাশাপাশি এই বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
বিশ্লেষকদের মতে, ইরান দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বেকারত্ব সমস্যায় ভুগছে। এসব কারণে সাধারণ মানুষের অসন্তোষ আরও তীব্র হয়ে উঠেছে এবং বিক্ষোভের মাত্রা দিন দিন বাড়ছে।
ইরানে চলমান এই বিক্ষোভ এখন দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় সামাজিক ও রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। নিহত ও আটক ব্যক্তির সংখ্যা ক্রমেই বাড়ছে, যা মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও জোরালো করছে। পরিস্থিতির দ্রুত শান্তিপূর্ণ সমাধান না হলে এই সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সূত্র : TRT World
What's Your Reaction?