ইরানে চোরাই জ্বালানি নিয়ে ভারতীয় ক্রুসহ জাহাজ আটক

লাখ লাখ লিটার চোরাই জ্বালানিসহ একটি জাহাজ আটক করেছে ইরান। জাহাজটিতে এক ডজন ভারতীয় ক্রু রয়েছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জাহাজটি আটক করেছে।  রোববার (৩০ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আলআরাবিয়া জানিয়েছে, এসওয়াতিনির পতাকা বহনকারী একটি জাহাজ আটক করেছে ইরান। জাহাজটি ‘চোরাচালানি জ্বালানি’ পরিবহন করছিল। হরমুজ প্রণালি থেকে এটিকে আটক করা হয়েছে। বৈশ্বিক তেল ও তরল গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এ পথে ইরানি বাহিনী অবৈধ জ্বালানি পরিবহনে জড়িত ট্যাঙ্কারগুলোকে নিয়মিতভাবে লক্ষ্যবস্তু করে থাকে। স্থানীয় একজন আইআরজিসি কমান্ডারের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, এসওয়াতিনি পতাকাবাহী একটি জাহাজ ৩ লাখ ৫০ হাজার লিটার চোরাচালানি জ্বালানি বহন করছিল। জাহাজটি আটক করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটিতে ১৩ ক্রু ছিলেন। যাদের মধ্যে ১২ জন ভারতীয় এবং  একজন প্রতিবেশী দেশের নাগরিক।  এর আগে চলতি মাসের শুরুতেই আইআরজিসি মার্শাল আইল্যান্ডস পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছিল। পরে

ইরানে চোরাই জ্বালানি নিয়ে ভারতীয় ক্রুসহ জাহাজ আটক
লাখ লাখ লিটার চোরাই জ্বালানিসহ একটি জাহাজ আটক করেছে ইরান। জাহাজটিতে এক ডজন ভারতীয় ক্রু রয়েছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জাহাজটি আটক করেছে।  রোববার (৩০ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আলআরাবিয়া জানিয়েছে, এসওয়াতিনির পতাকা বহনকারী একটি জাহাজ আটক করেছে ইরান। জাহাজটি ‘চোরাচালানি জ্বালানি’ পরিবহন করছিল। হরমুজ প্রণালি থেকে এটিকে আটক করা হয়েছে। বৈশ্বিক তেল ও তরল গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এ পথে ইরানি বাহিনী অবৈধ জ্বালানি পরিবহনে জড়িত ট্যাঙ্কারগুলোকে নিয়মিতভাবে লক্ষ্যবস্তু করে থাকে। স্থানীয় একজন আইআরজিসি কমান্ডারের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, এসওয়াতিনি পতাকাবাহী একটি জাহাজ ৩ লাখ ৫০ হাজার লিটার চোরাচালানি জ্বালানি বহন করছিল। জাহাজটি আটক করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটিতে ১৩ ক্রু ছিলেন। যাদের মধ্যে ১২ জন ভারতীয় এবং  একজন প্রতিবেশী দেশের নাগরিক।  এর আগে চলতি মাসের শুরুতেই আইআরজিসি মার্শাল আইল্যান্ডস পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছিল। পরে জাহাজটি পরিচালনাকারী কোম্পানি জানায়, ইরান ট্যাঙ্কার ও ২১ নাবিককে মুক্তি দিয়েছে। তালারা নামের ওই ট্যাঙ্কারটি হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় হঠাৎ দিক পরিবর্তন করে ইরানি জলসীমার দিকে ঢুকে পড়ে। ইরানি সংবাদ সংস্থা ফার্স জানায়, জাহাজটির কার্গোতে ছিল ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য, যা ‘অবৈধভাবে সিঙ্গাপুরমুখী’ ছিল। চোরাচালানকারীর পেছনে জড়িত ব্যক্তি বা কোম্পানি ইরানি নাগরিক বলে জানানো হয়। ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তালারা জাহাজ আটক করার পেছনে কোনো আন্তর্জাতিক রাজনৈতিক উদ্দেশ্য নেই। এটি সম্পূর্ণভাবে স্থানীয় পর্যায়ের আইনগত ব্যবস্থা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow