ইরানে বিক্ষোভকারীদের উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করলো বিপ্লবী গার্ডস

ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি)। তারা ঘোষণা করেছে, দেশের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা একটি ‘রেড লাইন’, যা অতিক্রম করা যাবে না। একই সঙ্গে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, জাতীয় স্বার্থ, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনসম্পত্তি রক্ষায় তারা মাঠে থাকবে। দুই সপ্তাহ ধরে ইরানজুড়ে চলা বিক্ষোভ প্রথমে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদ হিসেবে শুরু হলেও পরে তা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনের অবসান দাবি করছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৬৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫০ জন বিক্ষোভকারী এবং ১৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া আড়াই হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। আরও পড়ুন>>বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ৫৮ইরানে হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্পবিক্ষোভের মুখে পিছু হটবে না ইরান, ট্রাম্পের হাত ‘রক্তে রাঙা’ বললেন খামেনিইরানে ‘ভেনেজুয়েলা-ধাঁচের’ ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী শনিবার (১০ জানুযারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে, গত দুই রাতে ‘সন্ত

ইরানে বিক্ষোভকারীদের উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করলো বিপ্লবী গার্ডস

ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি)। তারা ঘোষণা করেছে, দেশের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা একটি ‘রেড লাইন’, যা অতিক্রম করা যাবে না। একই সঙ্গে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, জাতীয় স্বার্থ, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনসম্পত্তি রক্ষায় তারা মাঠে থাকবে।

দুই সপ্তাহ ধরে ইরানজুড়ে চলা বিক্ষোভ প্রথমে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদ হিসেবে শুরু হলেও পরে তা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনের অবসান দাবি করছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৬৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫০ জন বিক্ষোভকারী এবং ১৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া আড়াই হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

আরও পড়ুন>>
বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ৫৮
ইরানে হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প
বিক্ষোভের মুখে পিছু হটবে না ইরান, ট্রাম্পের হাত ‘রক্তে রাঙা’ বললেন খামেনি
ইরানে ‘ভেনেজুয়েলা-ধাঁচের’ ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (১০ জানুযারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে, গত দুই রাতে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ করেছে। তারা জানায়, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের অর্জন ও জাতীয় নিরাপত্তা রক্ষা করা তাদের জন্য অগ্রাধিকার এবং বর্তমান পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা নিতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ওয়াশিংটন ‘ইরানের সাহসী জনগণের পাশে আছে’।

বিদেশে নির্বাসিত ইরানের সাবেক শাহর ছেলে রেজা পাহলভি সামাজিক মাধ্যমে বিক্ষোভকারীদের শহরের কেন্দ্র দখলের আহ্বান জানিয়েছেন এবং পরিবহন, তেল ও জ্বালানি খাতে ধর্মঘটের ডাক দিয়েছেন। তবে ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি কোন দিকে যায় তা দেখেই তিনি বিরোধী নেতৃত্বের বিষয়ে অবস্থান নেবেন।

ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির নেতারা যৌথ বিবৃতিতে বিক্ষোভকারীদের হত্যার নিন্দা জানিয়ে ইরানকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তবে তেহরান বলছে, শান্তিপূর্ণ প্রতিবাদ বৈধ হলেও ‘সহিংস দাঙ্গাবাজদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: রয়টার্স
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow