ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইসরায়েলের কাছে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের ৩০টি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর সঙ্গে প্রয়োজনীয় সরঞ্জামও থাকবে। গাজায় বর্তমানে একটি নাজুক যুদ্ধবিরতি চলছে। শুক্রবার বার্তা সংস্থা এএফপি জানায়, এই বিক্রি ইসরায়েলের জন্য মোট ৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের নতুন অস্ত্র প্যাকেজের অংশ। এ প্যাকেজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃঢ় সমর্থন দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলকে আত্মরক্ষার জন্য শক্তিশালী ও প্রস্তুত রাখা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত। এই প্যাকেজের আওতায় আরও ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের হালকা কৌশলগত সামরিক যানবাহন বিক্রি করা হবে। যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠায়। এর বেশিরভাগই বিক্রির পরিবর্তে সহায়তা হিসেবে দেওয়া হয়। এএফপির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২২১ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এর পর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজা উপত্যকায় অন্তত ৭১ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হ
ইসরায়েলের কাছে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের ৩০টি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর সঙ্গে প্রয়োজনীয় সরঞ্জামও থাকবে।
গাজায় বর্তমানে একটি নাজুক যুদ্ধবিরতি চলছে।
শুক্রবার বার্তা সংস্থা এএফপি জানায়, এই বিক্রি ইসরায়েলের জন্য মোট ৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের নতুন অস্ত্র প্যাকেজের অংশ। এ প্যাকেজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃঢ় সমর্থন দিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলকে আত্মরক্ষার জন্য শক্তিশালী ও প্রস্তুত রাখা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত।
এই প্যাকেজের আওতায় আরও ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের হালকা কৌশলগত সামরিক যানবাহন বিক্রি করা হবে।
যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠায়। এর বেশিরভাগই বিক্রির পরিবর্তে সহায়তা হিসেবে দেওয়া হয়।
এএফপির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২২১ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
এর পর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজা উপত্যকায় অন্তত ৭১ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
What's Your Reaction?