ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করে দেশ ছাড়ার নির্দেশ

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলের উপ-রাষ্ট্রদূত অ্যারিয়েল সেইডম্যানকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।  আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে দক্ষিণ আফ্রিকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অ্যারিয়েল সেইডম্যান কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করেছেন, যা দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিষ্টচার ভঙ্গের মধ্যে রয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ইসরায়েল সরকারের সরকারি সামাজিক যোগযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বিষেদাগার করা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সফরের ব্যাপারে অবহিত না করা। যদিও দেশটির প্রেটোরিয়াতে অবস্থিত ইসরায়েলি কূটনৈতিক মিশন এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। ওই মামলার পর থেকেই ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। এখন ইসরায়েলি দূতকে অবাঞ্চ

ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করে দেশ ছাড়ার নির্দেশ

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলের উপ-রাষ্ট্রদূত অ্যারিয়েল সেইডম্যানকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। 

আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে দক্ষিণ আফ্রিকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অ্যারিয়েল সেইডম্যান কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করেছেন, যা দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

শিষ্টচার ভঙ্গের মধ্যে রয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ইসরায়েল সরকারের সরকারি সামাজিক যোগযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বিষেদাগার করা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সফরের ব্যাপারে অবহিত না করা।

যদিও দেশটির প্রেটোরিয়াতে অবস্থিত ইসরায়েলি কূটনৈতিক মিশন এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। ওই মামলার পর থেকেই ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। এখন ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করায় দেশ দুটির সম্পর্ক আরও অবনতির দিকেই যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow