ইসরায়েলি হামলায় কমান্ডার নিহত; কঠোর জবাবের ঘোষণা হিজবুল্লাহ’র

হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইসম আলি তাবতাবাই নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এই কমান্ডার নিহত হওয়ার পর শুক্রবার সংগঠনটির জ্যেষ্ঠ নেতা নাঈম কাসেম এক বক্তব্যে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ইসরায়েলের এই হামলা “ঘৃণ্য আগ্রাসন ও স্পষ্ট অপরাধ” এবং এর প্রতিক্রিয়া জানানোর অধিকার হেজবোল্লাহ রাখে। তিনি আরও জানান, হামলার জবাব দেওয়া হবে—তবে কখন, কীভাবে এবং কোথায় সেই সিদ্ধান্ত সংগঠনটিই নেবে। নাঈম কাসেম বলেন, যুদ্ধের সম্ভাবনা অস্বীকার করা যায় না, তবে সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। তিনি লেবাননের জনগণকে সতর্ক থাকতে এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তার দাবি, ইসরায়েলের ধারাবাহিক হামলা ও উসকানিই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে জানায়, বৈরুতের একটি এলাকায় ‘টার্গেটেড’ হামলায় তাবতাবাইকে হত্যা করা হয়েছে। তিনি হিজবুল্লাহর সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং সীমান্ত এলাকায় ইসরায়েলবিরোধী বিভিন্ন অভিযানের নেতৃত্ব দিতেন বলেও দাবি করেছে

ইসরায়েলি হামলায় কমান্ডার নিহত; কঠোর জবাবের ঘোষণা হিজবুল্লাহ’র

হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইসম আলি তাবতাবাই নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এই কমান্ডার নিহত হওয়ার পর শুক্রবার সংগঠনটির জ্যেষ্ঠ নেতা নাঈম কাসেম এক বক্তব্যে প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, ইসরায়েলের এই হামলা “ঘৃণ্য আগ্রাসন ও স্পষ্ট অপরাধ” এবং এর প্রতিক্রিয়া জানানোর অধিকার হেজবোল্লাহ রাখে। তিনি আরও জানান, হামলার জবাব দেওয়া হবে—তবে কখন, কীভাবে এবং কোথায় সেই সিদ্ধান্ত সংগঠনটিই নেবে।

নাঈম কাসেম বলেন, যুদ্ধের সম্ভাবনা অস্বীকার করা যায় না, তবে সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। তিনি লেবাননের জনগণকে সতর্ক থাকতে এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তার দাবি, ইসরায়েলের ধারাবাহিক হামলা ও উসকানিই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে জানায়, বৈরুতের একটি এলাকায় ‘টার্গেটেড’ হামলায় তাবতাবাইকে হত্যা করা হয়েছে। তিনি হিজবুল্লাহর সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং সীমান্ত এলাকায় ইসরায়েলবিরোধী বিভিন্ন অভিযানের নেতৃত্ব দিতেন বলেও দাবি করেছে ইসরায়েল।

হিজবুল্লাহ জানায়, নিহত কমান্ডারের রক্ত “অমূলক ও অপ্রতিরোধ্য প্রতিরোধের আগুন” আরও তীব্র করবে। একই সঙ্গে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ জোরদারের ইঙ্গিত দিয়েছে।

তাবতাবাইয়ের মৃত্যু লেবানন–ইসরায়েল সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

সূত্র-আলজাজিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow