ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের যে সমাধান দিলেন পোপ লিও

খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও চতুর্দশ বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের দীর্ঘ দশকের সংঘাতের একমাত্র ন্যায্য সমাধান হলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠা। রোববার (৩০ নভেম্বর) তুরস্ক থেকে লেবাননে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  পোপ লিও বলেন, আমরা সবাই জানি— এ মুহূর্তে ইসরায়েল এ সমাধান মেনে নিচ্ছে না। তবে আমরা এটাকেই একমাত্র কার্যকর সমাধান হিসেবে দেখি।  ইতালীয় ভাষায় দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরও বলেন, আমরা ইসরায়েলের বন্ধু এবং দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী একটি কণ্ঠ হতে চাই, যাতে সবার জন্য ন্যায়সঙ্গত সমাধানের দিকে অগ্রসর হওয়া যায়। রয়টার্স জানিয়েছে, প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ক্যাথলিকের ধর্মীয় নেতা হিসেবে গত মে মাসে নির্বাচিত হওয়ার পর এটি ছিল প্রথম বিদেশ সফর। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত তুরস্কে অবস্থান করেন পোপ লিও। লেবাননে ফেরার পথে আট মিনিটের সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি তুরস্ক সফর, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন। তিনি জ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের যে সমাধান দিলেন পোপ লিও

খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও চতুর্দশ বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের দীর্ঘ দশকের সংঘাতের একমাত্র ন্যায্য সমাধান হলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠা। রোববার (৩০ নভেম্বর) তুরস্ক থেকে লেবাননে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পোপ লিও বলেন, আমরা সবাই জানি— এ মুহূর্তে ইসরায়েল এ সমাধান মেনে নিচ্ছে না। তবে আমরা এটাকেই একমাত্র কার্যকর সমাধান হিসেবে দেখি। 

ইতালীয় ভাষায় দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরও বলেন, আমরা ইসরায়েলের বন্ধু এবং দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী একটি কণ্ঠ হতে চাই, যাতে সবার জন্য ন্যায়সঙ্গত সমাধানের দিকে অগ্রসর হওয়া যায়।


রয়টার্স জানিয়েছে, প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ক্যাথলিকের ধর্মীয় নেতা হিসেবে গত মে মাসে নির্বাচিত হওয়ার পর এটি ছিল প্রথম বিদেশ সফর। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত তুরস্কে অবস্থান করেন পোপ লিও। লেবাননে ফেরার পথে আট মিনিটের সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি তুরস্ক সফর, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন।

তিনি জানান, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং উভয় সংঘাত নিরসনে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পোপ আরও সতর্ক করে বলেন, বিশ্বজুড়ে অস্বাভাবিক সংখ্যক রক্তক্ষয়ী সংঘাত মানবতার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। ধর্মের নামে সহিংসতা তিনি আবারও নিন্দা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow