ইসলামিসহ কয়েকটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে : আমিনুল হক

কয়েকটি রাজনৈতিক দল ও একটি ইসলামি দল দেশি-বিদেশি মদদে আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্লবী ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ অভিযোগ তোলেন। সমাবেশে আমিনুল হক বলেন, দেশজুড়ে নির্বাচনী উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু কিছু মহল ষড়যন্ত্রের মাধ্যমে এই কাঙ্ক্ষিত নির্বাচন ব্যাহত করতে চাচ্ছে। জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ১৯৭১ সালে যারা রাজাকারের ভূমিকায় ছিল, তারাই এখন দেশ পরিচালনার কথা বলছে। তিনি দাবি করেন, স্বাধীনতা যুদ্ধকালীন জামায়াত পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে, মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছে এবং বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিল। ঢাকা-১৭ আসনের একটি সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে তিনি আরও বলেন, যারা পতাকার মর্যাদা বোঝে না, তারা দেশের কল্যাণও করতে পারবে না। এ সময় ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। এ দিন ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত গণমিছিল পল্লবীর বিভিন্ন সড়

ইসলামিসহ কয়েকটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে : আমিনুল হক

কয়েকটি রাজনৈতিক দল ও একটি ইসলামি দল দেশি-বিদেশি মদদে আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্লবী ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ অভিযোগ তোলেন।

সমাবেশে আমিনুল হক বলেন, দেশজুড়ে নির্বাচনী উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু কিছু মহল ষড়যন্ত্রের মাধ্যমে এই কাঙ্ক্ষিত নির্বাচন ব্যাহত করতে চাচ্ছে।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ১৯৭১ সালে যারা রাজাকারের ভূমিকায় ছিল, তারাই এখন দেশ পরিচালনার কথা বলছে।

তিনি দাবি করেন, স্বাধীনতা যুদ্ধকালীন জামায়াত পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে, মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছে এবং বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিল।

ঢাকা-১৭ আসনের একটি সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে তিনি আরও বলেন, যারা পতাকার মর্যাদা বোঝে না, তারা দেশের কল্যাণও করতে পারবে না। এ সময় ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

এ দিন ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত গণমিছিল পল্লবীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, সাধারণ মানুষের দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।

নির্বাচিত হলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, পরিবারগুলো মাসিক নিত্যপ্রয়োজনীয় সহায়তা পাবে এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow