ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৩ দলের ১৫ নেতাকর্মী

ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন তিন দলের আরও ১৫ নেতাকর্মী। বুধবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইসলামী আন্দোলন নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-৩ আসনের মিডিয়া সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ সানভীর।  তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের হাতপাখার সংসদ সদস্য প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহ্-এর  হাতে সোনারগাঁওয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের ১৫ নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। নবযোগদানকারীদের মধ্যে খেলাফত মজলিসের মুফতি সালমান ফারসি, বিএনপি থেকে হাফেজ মোহাম্মদুল্লাহ, মোক্তার হোসেন, আক্তার হোসেন, বজলু মিয়া এবং জামায়াতে ইসলামী থেকে মোশাররফ হোসেন, আসাদ মিয়া ও মো. কাউসার মিয়াসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী রয়েছেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানা শাখার সভাপতি মুহা. ফারুক আহমেদ মুন্সী এবং সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৩ দলের ১৫ নেতাকর্মী

ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন তিন দলের আরও ১৫ নেতাকর্মী।

বুধবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইসলামী আন্দোলন নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-৩ আসনের মিডিয়া সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ সানভীর। 

তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের হাতপাখার সংসদ সদস্য প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহ্-এর  হাতে সোনারগাঁওয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের ১৫ নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

নবযোগদানকারীদের মধ্যে খেলাফত মজলিসের মুফতি সালমান ফারসি, বিএনপি থেকে হাফেজ মোহাম্মদুল্লাহ, মোক্তার হোসেন, আক্তার হোসেন, বজলু মিয়া এবং জামায়াতে ইসলামী থেকে মোশাররফ হোসেন, আসাদ মিয়া ও মো. কাউসার মিয়াসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী রয়েছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানা শাখার সভাপতি মুহা. ফারুক আহমেদ মুন্সী এবং সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow