ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইসলামিক ব্যাংকিং বিভাগ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (অনার্স) পর্যায়ে নতুন শিক্ষাবর্ষ থেকে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৪০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উচ্চপদস্থ শিক্ষা কর্মকর্তা ও সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এএসএম মামুনুর রহমান খলিলী ছাড়াও শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অংশ নেন। নতুন বিভাগ চালুর বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মাদ্রাসা শিক্ষায় গুণগত পরিবর্তন আনাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য। যোগ্য আলেম তৈরির পাশাপাশি দক্ষ মানবসম্পদ ও সচেতন নাগরিক গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই ইসলামিক ব্যাংকিং বিভাগ চালু করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক ব্যাংকিং ও আর্থিক খাতে গুরুত্বপূর্ণ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইসলামিক ব্যাংকিং বিভাগ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (অনার্স) পর্যায়ে নতুন শিক্ষাবর্ষ থেকে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৪০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উচ্চপদস্থ শিক্ষা কর্মকর্তা ও সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এএসএম মামুনুর রহমান খলিলী ছাড়াও শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অংশ নেন।

নতুন বিভাগ চালুর বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মাদ্রাসা শিক্ষায় গুণগত পরিবর্তন আনাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য। যোগ্য আলেম তৈরির পাশাপাশি দক্ষ মানবসম্পদ ও সচেতন নাগরিক গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই ইসলামিক ব্যাংকিং বিভাগ চালু করা হচ্ছে।

এ বিষয়ে শিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক ব্যাংকিং ও আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বর্তমানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। নতুন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ যুক্ত হওয়ায় মোট বিষয়ের সংখ্যা দাঁড়াল ৭টিতে। বিদ্যমান বিষয়গুলো হলো— আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আল-ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow