ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইকের পদত্যাগ

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইক পদত্যাগ করেছেন। সৌদি-সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শায়া মোহসেন জিন্দানিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে।  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সালেম বিন ব্রেইক আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন, যা কাউন্সিল অনুমোদন করে। এরপর জিন্দানিকে নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হয়। সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে বাড়তে থাকা উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গত ডিসেম্বরে ইউএই-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দক্ষিণ ও পূর্ব ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখলে নেয় এবং সৌদি সীমান্তের কাছাকাছি পৌঁছে যায়। বিষয়টি সৌদি আরব তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। পরে সৌদি-সমর্থিত বাহিনী ওই অঞ্চলগুলোর বেশিরভাগই পুনর্দখল করে। রয়টার্স জানিয়েছে, ভূরাজনীতি থেকে শুরু করে তেল উৎপাদনসহ বিভিন্ন ইস্যুতে সৌদি আরব ও ইউএইর মধ্

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইকের পদত্যাগ

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইক পদত্যাগ করেছেন। সৌদি-সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শায়া মোহসেন জিন্দানিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সালেম বিন ব্রেইক আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন, যা কাউন্সিল অনুমোদন করে। এরপর জিন্দানিকে নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হয়।

সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে বাড়তে থাকা উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গত ডিসেম্বরে ইউএই-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দক্ষিণ ও পূর্ব ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখলে নেয় এবং সৌদি সীমান্তের কাছাকাছি পৌঁছে যায়। বিষয়টি সৌদি আরব তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। পরে সৌদি-সমর্থিত বাহিনী ওই অঞ্চলগুলোর বেশিরভাগই পুনর্দখল করে।

রয়টার্স জানিয়েছে, ভূরাজনীতি থেকে শুরু করে তেল উৎপাদনসহ বিভিন্ন ইস্যুতে সৌদি আরব ও ইউএইর মধ্যে তীব্র মতপার্থক্যও সম্পর্কের টানাপোড়েন বাড়িয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow