ঈশ্বরগঞ্জে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র-জনতার উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার মার্কাজ মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে বিক্ষোভকারীরা হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।সমাবেশে বক্তারা বলেন, নিহত শরীফ ওসমান হাদি ছিলেন হৃত গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এক আপসহীন সংগ্রামী ব্যক্তিত্ব। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন একজন সাহসী ও বলিষ্ঠ কণ্ঠস্বর। বিপ্লবী চেতনায় উজ্জীবিত এই তরুণ নেতা প্রতিবাদের এক অনন্য প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার কর্ম ও আদর্শ দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তারা অবিলম্বে হাদি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র-জনতার উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার মার্কাজ মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে বিক্ষোভকারীরা হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, নিহত শরীফ ওসমান হাদি ছিলেন হৃত গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এক আপসহীন সংগ্রামী ব্যক্তিত্ব। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন একজন সাহসী ও বলিষ্ঠ কণ্ঠস্বর। বিপ্লবী চেতনায় উজ্জীবিত এই তরুণ নেতা প্রতিবাদের এক অনন্য প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার কর্ম ও আদর্শ দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তারা অবিলম্বে হাদি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, জমিয়তে উলামার ইসলামের দপ্তর সম্পাদক মুফতি খাইরুল ইসলাম, মার্কাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা যাইনুল আবেদীন জামিরী, মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আহসানুল্লাহ কাসেমী, বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈশ্বরগঞ্জের যুগ্ম সমন্বয়কারী মোহাইমিনুল ইসলাম শিহাব, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস উপজেলা শাখার সভাপতি জয়নুল আবেদীন লাদেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমির খান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি একরাম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ আঠারবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে পৃথক আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি এমদাদুল্লাহ মোমেন, ইসলামী যুব আন্দোলন আঠারবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি সোহাগ মিয়া এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন। উক্ত তথ্য নিশ্চিত করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের।
What's Your Reaction?