উত্তরায় ভবনে আগুন: ‘শরীর পোড়েনি, শ্বাসনালী পুড়েই ছয়জনের মৃত্যু’
ঢাকার উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের পাশের ভবনে আগুনে যে ছয়জনের মৃত্যু হয়েছে, শরীর না পুড়লেও ধোয়ায় তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা মারা গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। চিকিৎসকদের ভাষ্য- আগুনের শিখা সরাসরি শরীরে না লাগলেও অত্যন্ত উত্তপ্ত বাতাস এবং ধোঁয়া শ্বাসনালীতে ঢুকে তা পুড়ে যায়। এর ফলে ফুসফুস দ্রুত অকেজো হয়ে পড়ে। বদ্ধ জায়গায় আগুন লাগলে ব্যাপক পরিমাণ বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়; যা রক্তে অক্সিজেনের প্রবাহ বন্ধ করে দেয়, যার ফলে মানুষ দ্রুত অচেতন হয়ে পড়ে এবং দমবন্ধ হয়ে মারা যায়।