উৎসব মুখর পরিবেশে কিশোরগঞ্জে বড়দিন পালিত

আজ ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট বেথেলহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকে। খ্র্রীস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে যীশু খ্রিষ্ঠের জন্মদিন উপলক্ষে বড়দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কিশোরগঞ্জ শহরের গাইটাল শিক্ষক পল্লীতে অবস্থিত এস.ডি.এ. খ্রীস্টান মিশনে সেভেস্থ-ডে অ্যাডভেন্টিষ্ট চার্চে প্রার্থনা, আলোচনা, কেক কাটা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২ টার দিকে মিশনের গীর্জায় প্রার্থনা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এর অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরজার। এস.ডি.এ. মিশনের এইমস ইংলিশ ভার্সন স্কুলের প্রিন্সিপাল উজ্জ্বল রাংসা'র সভাপতিত্বে ও মিশনের আইন উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট সমর কান্তি সরকারের সঞ্চলনায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশ, র

উৎসব মুখর পরিবেশে কিশোরগঞ্জে বড়দিন পালিত

আজ ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট বেথেলহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকে।

খ্র্রীস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে যীশু খ্রিষ্ঠের জন্মদিন উপলক্ষে বড়দিন উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কিশোরগঞ্জ শহরের গাইটাল শিক্ষক পল্লীতে অবস্থিত এস.ডি.এ. খ্রীস্টান মিশনে সেভেস্থ-ডে অ্যাডভেন্টিষ্ট চার্চে প্রার্থনা, আলোচনা, কেক কাটা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুপুর ১২ টার দিকে মিশনের গীর্জায় প্রার্থনা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এর অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরজার।

এস.ডি.এ. মিশনের এইমস ইংলিশ ভার্সন স্কুলের প্রিন্সিপাল উজ্জ্বল রাংসা'র সভাপতিত্বে ও মিশনের আইন উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট সমর কান্তি সরকারের সঞ্চলনায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশ, র‍্যাব-১৪ কিশোরগঞ্জ এর ডিএডি জুলহাস সরদার, কিশোরগঞ্জ এন এস আই এর ফিল্ড স্টাফ মোঃ রাসেল রানা প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন আকাশ, চ্যানেল ওয়ান এর কিশোরগঞ্জ প্রতিদিন শরফ উদ্দিন আহমেদ জীবন, শতাব্দীর কণ্ঠের প্রতিনিধি মোঃ ছোটন কবীর প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, অ্যাডভেন্টিষ্ট ইন্টারন্যাশনাল মিশন (ইংরেজী ভার্সন) স্কুল এর প্রিন্সিপাল উজ্জ্বল রাংসা।

প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার তার বক্তব্যে বলেন, প্রথমেই আমি দেশের খ্রীস্ট ধর্মাবলম্বীদের অভিনন্দন ও বড়দিনের শুভেচ্ছা জানাই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে ও শান্তিতে বসবাস করে আসছে।

বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা রয়েছে। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। ঐতিহ্যগতভাবে এদেশে সকল ধর্মীয় উৎসব আনন্দঘন পরিবেশে পালিত হয়।

তিনি আরো বলেন, যিশু খ্রিস্ট পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানান। তিনি মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ অবস্থানের শিক্ষা দেন।

এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, ‘বড়দিনের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। শান্তি, ন্যায় ও সত্যের শিক্ষায় উদ্ভাসিত হোক সব প্রাণ-এই হোক বড়দিন উপলক্ষে সবার প্রত্যাশা।’

পরে অথিতিদের উপস্থিতিতে ছোট বাচ্চাদেরকে নিয়ে কেক কেটে শুভ বড়দিনের উৎসব পালন করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন রতন ভৌমিক। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, শিশু শিল্পী সুদীপ্তা সরকার তরু।

বড়দিনের নিরাপত্তার স্বার্থে মিশনের চারপাশে পোশাকধারী পুলিশ, ডিবি, র‌্যাব, সিআইডি ও এন এস আই সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow