একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

আগামী ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ থেকে মাঠে গড়াবে নারীদের এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট। থাইল্যান্ডের ব্যাংককে এই টুর্নামেন্ট চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ সোমবার এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।  আট দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের গ্রুপের অন্য প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং থাইল্যান্ড। প্রায় প্রতিবারের মতো এবারও একই গ্রুপে পড়েছে ভারত এবং পাকিস্তান। ‘এ’ গ্রুপে এই দুই দলের সঙ্গী যথাক্রমে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ প্রতি দলের ম্যাচ হবে ৩টি করে। বাংলাদেশ খেলতে নামবে প্রতিযোগিতার দ্বিতীয় দিন। শ্রীলঙ্কার বিপক্ষে আসর দিয়ে মিশন শুরু হবে তাদের। দ্বিতীয় ম্যাচে ১৬ই ফেব্রুয়ারিতে খেলতে নামবে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে। এছাড়া মালয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি ১৮ ফেব্রুয়ারি। এই প্রতিযোগিতায় বেশির ভাগই ‘এ’ দল পাঠায়। যেমনটা হয়েছিল ছেলেদের রাইজিং স্টার্স টুর্নামেন্টে। নারীদের ক্ষেত্রেও বিসিবি ‘এ’ দল পাঠাবে। গ্রুপপর্ব শেষে দুই গ্রুপের ২টি করে মোট ৪টি দল সেম

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

আগামী ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ থেকে মাঠে গড়াবে নারীদের এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট। থাইল্যান্ডের ব্যাংককে এই টুর্নামেন্ট চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ সোমবার এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। 

আট দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের গ্রুপের অন্য প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং থাইল্যান্ড। প্রায় প্রতিবারের মতো এবারও একই গ্রুপে পড়েছে ভারত এবং পাকিস্তান। ‘এ’ গ্রুপে এই দুই দলের সঙ্গী যথাক্রমে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ প্রতি দলের ম্যাচ হবে ৩টি করে। বাংলাদেশ খেলতে নামবে প্রতিযোগিতার দ্বিতীয় দিন। শ্রীলঙ্কার বিপক্ষে আসর দিয়ে মিশন শুরু হবে তাদের। দ্বিতীয় ম্যাচে ১৬ই ফেব্রুয়ারিতে খেলতে নামবে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে। এছাড়া মালয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি ১৮ ফেব্রুয়ারি।

এই প্রতিযোগিতায় বেশির ভাগই ‘এ’ দল পাঠায়। যেমনটা হয়েছিল ছেলেদের রাইজিং স্টার্স টুর্নামেন্টে। নারীদের ক্ষেত্রেও বিসিবি ‘এ’ দল পাঠাবে। গ্রুপপর্ব শেষে দুই গ্রুপের ২টি করে মোট ৪টি দল সেমিফাইনালে উঠবে। ২০ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্সআপরা। দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্সআপরা। ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি।
  
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow