একজন শহীদজায়া ও ৭১ স্মৃতিবিজড়িত ‘মুশতারী লজ’
মাঝেমধ্যে মেহরাজ ভাই ও তারানা শফি আপুর কাছ থেকে ফোনে খোঁজখবর নিতাম। ২০১৮ সালে ডায়েরি, ক্যালেন্ডার নিয়ে মুশতারী লজে দ্বিতীয়বার গিয়েছিলাম। মুশতারী আন্টির সঙ্গে গল্প করতে করতে ধোঁয়া ওড়া ট্রে–ভর্তি চা–নাশতা এসে হাজির। একাত্তরের স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি শাড়ির আঁচলে চোখ মুছছিলেন। এটাই ছিল মুশতারী আন্টির সঙ্গে শেষ দেখা।
২০১৯-২০২০ সালে করোনার কারণে মুশতারী লজে যাওয়া হয়নি।
মাঝেমধ্যে মেহরাজ ভাই ও তারানা শফি আপুর কাছ থেকে ফোনে খোঁজখবর নিতাম। ২০১৮ সালে ডায়েরি, ক্যালেন্ডার নিয়ে মুশতারী লজে দ্বিতীয়বার গিয়েছিলাম। মুশতারী আন্টির সঙ্গে গল্প করতে করতে ধোঁয়া ওড়া ট্রে–ভর্তি চা–নাশতা এসে হাজির। একাত্তরের স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি শাড়ির আঁচলে চোখ মুছছিলেন। এটাই ছিল মুশতারী আন্টির সঙ্গে শেষ দেখা।
২০১৯-২০২০ সালে করোনার কারণে মুশতারী লজে যাওয়া হয়নি।