একটা দল ক্ষমতার লোভে পেরেশান হয়ে পড়েছে: মঞ্জু
নির্দিষ্ট একটা দল ক্ষমতার লোভে ‘পেরেশান’ হয়ে পড়েছে বলে মন্তব্য করে এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, শুধু তারা ক্ষমতার লোভে পেরেশানই নয়, দেশ সংস্কার, ঐকমত্য ও জুলাই সনদেও তারা বাধা দিয়েছিল এবং অনাগ্রহ দেখিয়েছিল। তিনি বলেন, ফেনীকে নতুন করে গড়তে হলে নতুন নেতৃত্বের হাতেই দায়িত্ব তুলে দিতে হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘কাওয়ালী সন্ধ্যা’য় দেওয়া বক্তব্যে বিষয়গুলো তুুলে ধরেন মঞ্জু।