এক আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী পরিবর্তন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী পরিবর্তন করে নতুন একজনের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাতে দলটির নতুন কার্যালয়ে উদ্বোধনকালে দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির নেতারা প্রার্থী পরিবর্তনের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী, জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আলহাজ আব্দুল মজিদকে পরিবর্তন করা হয়েছে। তার পরিবর্তে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারকে প্রার্থী ঘোষণা করা হয়। ঘোষণার পরেই পূর্ব ঘোষিত দলীয় প্রার্থী মাওলানা আলহাজ আব্দুল মজিদ নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ান। জানা গেছে, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি রউফ তালুকদার বিএনপির কমিটিতে পদ-পদবি না পাওয়ায় গত ১২ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। তিনি যোগদান করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর-১ আসনে তাদের পূর্ব ঘোষিত দলীয় প্রার্থী মাওলানা আলহাজ আব্দুল মজিদকে পরিবর্তন করে আব্দুর রউফ তালুকদারকে দলীয় প্রার্থী ঘোষণা করেন। এ বিষয়ে ইসলামী আন্
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী পরিবর্তন করে নতুন একজনের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) রাতে দলটির নতুন কার্যালয়ে উদ্বোধনকালে দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির নেতারা প্রার্থী পরিবর্তনের ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আলহাজ আব্দুল মজিদকে পরিবর্তন করা হয়েছে। তার পরিবর্তে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারকে প্রার্থী ঘোষণা করা হয়। ঘোষণার পরেই পূর্ব ঘোষিত দলীয় প্রার্থী মাওলানা আলহাজ আব্দুল মজিদ নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ান।
জানা গেছে, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি রউফ তালুকদার বিএনপির কমিটিতে পদ-পদবি না পাওয়ায় গত ১২ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। তিনি যোগদান করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর-১ আসনে তাদের পূর্ব ঘোষিত দলীয় প্রার্থী মাওলানা আলহাজ আব্দুল মজিদকে পরিবর্তন করে আব্দুর রউফ তালুকদারকে দলীয় প্রার্থী ঘোষণা করেন।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন প্রার্থী আব্দুর রউফ তালুকদার বলেন, মাওলানা আব্দুল মজিদ স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে হাতপাখার পক্ষে আব্দুল মজিদ গণসংযোগ অব্যাহত রাখবেন।
প্রার্থী পরিবর্তন ঘোষণা সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী ও জামালপুর জেলা কমিটির সভাপতি মুফতি মাওলানা মোস্তফা কামাল।
What's Your Reaction?