এক দফা দাবিতে মাঠে নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে এবার এক দফা দাবিতে মাঠে নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা। চূড়ান্ত আল্টিমেটামের অংশ হিসেবে রোববার (১৮ জানুয়ারি) চারটি ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েত করবেন শিক্ষার্থীরা। এ তথ্য জানান সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটির মুখপাত্র আব্দুর রহমান। এর আগে গতকাল অধ্যাদেশ জারির বিষয়ে সাত কলেজের আন্দোলনকারী এবং ছাত্র সংগঠনের শিক্ষার্থীদের সমন্বয়ে সচিবালয়ে আপডেট নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মুখপাত্র। অধ্যাদেশ জারির বিষয়ে তিনি বলেন, গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর কেবিনেট ডিভিশনে পাঠানো হয়েছে। কেবিনেট ডিভিশনে অনুমোদনের পর আগামী পরশু আইন মন্ত্রণালয়ে ভেটিং। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে ফেরত এনে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য প্রেরণ করবে। বৃহস্পতিবার কেবিনেটে উঠবে। অধ্যাদেশ মঞ্চের ব্যাপারে তিনি বলেন, ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অনুদানে ৪টি অধ্যাদেশ মঞ্চ তৈরি হবে। ট্রাকের মধ্যে একটি ভাসমান মঞ্চ হবে। এর মধ্যে ঢাকা কলেজ, ইডেন, বদরুন্নেসা মিলে একটি অথবা দুটি, বাঙলা কলেজের সামনে একটি, কবি নজরুল এবং সোহরাওয়
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে এবার এক দফা দাবিতে মাঠে নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
চূড়ান্ত আল্টিমেটামের অংশ হিসেবে রোববার (১৮ জানুয়ারি) চারটি ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েত করবেন শিক্ষার্থীরা। এ তথ্য জানান সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটির মুখপাত্র আব্দুর রহমান।
এর আগে গতকাল অধ্যাদেশ জারির বিষয়ে সাত কলেজের আন্দোলনকারী এবং ছাত্র সংগঠনের শিক্ষার্থীদের সমন্বয়ে সচিবালয়ে আপডেট নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মুখপাত্র। অধ্যাদেশ জারির বিষয়ে তিনি বলেন, গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর কেবিনেট ডিভিশনে পাঠানো হয়েছে। কেবিনেট ডিভিশনে অনুমোদনের পর আগামী পরশু আইন মন্ত্রণালয়ে ভেটিং। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে ফেরত এনে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য প্রেরণ করবে। বৃহস্পতিবার কেবিনেটে উঠবে।
অধ্যাদেশ মঞ্চের ব্যাপারে তিনি বলেন, ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অনুদানে ৪টি অধ্যাদেশ মঞ্চ তৈরি হবে। ট্রাকের মধ্যে একটি ভাসমান মঞ্চ হবে। এর মধ্যে ঢাকা কলেজ, ইডেন, বদরুন্নেসা মিলে একটি অথবা দুটি, বাঙলা কলেজের সামনে একটি, কবি নজরুল এবং সোহরাওয়ার্দী মিলে একটি এবং তিতুমীর কলেজের সামনে একটি। ৭টি ক্যাম্পাসের সামনে মোট ৪টি মঞ্চে ভাসমান মঞ্চটি বিচরণ করবে। নির্দিষ্ট সময়ে ভাসমান মঞ্চ একেক ক্যাম্পাসে জনসভা করে সংকট এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবে। চাইলে সাংস্কৃতিক কার্যক্রমও হতে পারে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার কেবিনেট মিটিংয়ে ওঠানোর আপডেট বুধবার জানা যাবে। বুধবারে কোনো প্রকার নেগেটিভ আপডেট আসলে সেদিনই মার্চ ফর যমুনা হতে পারে। তবে বুধবার আপডেট পজেটিভ হলে বৃহস্পতিবার ৪টি অধ্যাদেশ মঞ্চ থেকে সবাই একযোগে সাইন্সল্যাবের ভাসমান মঞ্চে একত্রিত হবে। সেখান থেকে বৃহৎ আনন্দ মিছিল বের হয়ে ঢাকা বিচরণ করবে।
What's Your Reaction?