এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে কতজন জামায়াতের সঙ্গে জোটে যেতে রাজি, জানালেন শিশির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২১৪ কেন্দ্রীয় নেতার মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলগুলোর সঙ্গে ঐকমত্যে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। তিনি জানান, এনসিপির ২১৪ জন কেন্দ্রীয় নেতার মধ্যে ১৮৪ জন জামায়াত ও অন্যান্য দলের সাথে যে ৮ দল বা ১২ দলের সাথে জোট করার কথা আসছে, সেই অবস্থানের সঙ্গে ঐকমত্য পোষণ করেছে। জয়নাল আবেদিন শিশির বলেন, ‘আমরা জামায়াত ও এনসিপি মিলে ওই পক্ষে আছি। তবে আমাদের মধ্যে প্রায় ৩০ জন এ বিষয়ে আপত্তি জানিয়েছেন। এর মধ্যে ২ থেকে ৩ জন পদত্যাগ করতে পারেন, সবাই করবেন কি না তা এখনো নিশ্চিত নয়।’ তিনি দাবি করেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় নেতাদের বড় অংশের মতামত এতে প্রতিফলিত হয়েছে। পাশাপাশি দলের নির্বাহী বডি বা এক্সিকিউটিভ কাউন্সিলেও জামায়াতসহ সংশ্লিষ্ট জোটে যুক্ত হওয়ার বিষয়টি অনুমোদন পেয়েছে। ভিডিও বার্তায় শিশির আরও বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে। জুলাই সনদের পক্ষে কাজ করতেই সংস্কারমুখী দলগুলোর সঙ

এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে কতজন জামায়াতের সঙ্গে জোটে যেতে রাজি, জানালেন শিশির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২১৪ কেন্দ্রীয় নেতার মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলগুলোর সঙ্গে ঐকমত্যে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির।

তিনি জানান, এনসিপির ২১৪ জন কেন্দ্রীয় নেতার মধ্যে ১৮৪ জন জামায়াত ও অন্যান্য দলের সাথে যে ৮ দল বা ১২ দলের সাথে জোট করার কথা আসছে, সেই অবস্থানের সঙ্গে ঐকমত্য পোষণ করেছে।

জয়নাল আবেদিন শিশির বলেন, ‘আমরা জামায়াত ও এনসিপি মিলে ওই পক্ষে আছি। তবে আমাদের মধ্যে প্রায় ৩০ জন এ বিষয়ে আপত্তি জানিয়েছেন। এর মধ্যে ২ থেকে ৩ জন পদত্যাগ করতে পারেন, সবাই করবেন কি না তা এখনো নিশ্চিত নয়।’

তিনি দাবি করেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় নেতাদের বড় অংশের মতামত এতে প্রতিফলিত হয়েছে। পাশাপাশি দলের নির্বাহী বডি বা এক্সিকিউটিভ কাউন্সিলেও জামায়াতসহ সংশ্লিষ্ট জোটে যুক্ত হওয়ার বিষয়টি অনুমোদন পেয়েছে।

ভিডিও বার্তায় শিশির আরও বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে। জুলাই সনদের পক্ষে কাজ করতেই সংস্কারমুখী দলগুলোর সঙ্গে আমরা ঐকমত্যে যাচ্ছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow