এপস্টাইন ফাইলস প্রকাশের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস
রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেস প্রায় সর্বসম্মতিক্রমে প্রয়াত দোষী সাব্যস্ত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের বিচার বিভাগের ফাইলগুলো জনসম্মুখে প্রকাশের অনুমোদন দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে এসব ফাইল প্রকাশের বিরোধিতা করলেও তিন দিন আগে তিনি আগের অবস্থান থেকে সরে আসেন। এরপর মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে ফাইলগুলো প্রকাশের প্রস্তাবটি ৪২৭-১ ভোটে পাস হয়। এরপর বিলটি সেনেটে পাঠানো হলে সেখানে দ্রুত অনুমোদন পায়। বর্তমানে এটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। রয়টার্স জানিয়েছে, এটি সম্ভবত বুধবারই প্রেসিডেন্টের কাছে পৌঁছাবে। এপস্টাইনকে নিয়ে কিছু নিয়ন্ত্রিত অশ্রেণীবদ্ধ সরকারি রেকর্ড সাধারণভাবে প্রকাশযোগ্য নয়। তাই এগুলো জনসম্মুখে আনার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন ছিল। উভয় কংগ্রেস কক্ষই মার্কিন বিচার বিভাগকে ফাইলগুলো প্রকাশের নির্দেশ দিতে সম্মত হয়েছে।
রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেস প্রায় সর্বসম্মতিক্রমে প্রয়াত দোষী সাব্যস্ত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের বিচার বিভাগের ফাইলগুলো জনসম্মুখে প্রকাশের অনুমোদন দিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে এসব ফাইল প্রকাশের বিরোধিতা করলেও তিন দিন আগে তিনি আগের অবস্থান থেকে সরে আসেন।
এরপর মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে ফাইলগুলো প্রকাশের প্রস্তাবটি ৪২৭-১ ভোটে পাস হয়। এরপর বিলটি সেনেটে পাঠানো হলে সেখানে দ্রুত অনুমোদন পায়। বর্তমানে এটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। রয়টার্স জানিয়েছে, এটি সম্ভবত বুধবারই প্রেসিডেন্টের কাছে পৌঁছাবে।
এপস্টাইনকে নিয়ে কিছু নিয়ন্ত্রিত অশ্রেণীবদ্ধ সরকারি রেকর্ড সাধারণভাবে প্রকাশযোগ্য নয়। তাই এগুলো জনসম্মুখে আনার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন ছিল। উভয় কংগ্রেস কক্ষই মার্কিন বিচার বিভাগকে ফাইলগুলো প্রকাশের নির্দেশ দিতে সম্মত হয়েছে।
What's Your Reaction?