এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথমদিনের প্রচারণার অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে মধ্যরাতে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। ওই জনসভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম এবং সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়া। তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করে লাইনে দাঁড়াতে হবে। কারণ এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে।  এসময় তিনি বিএনপি মনোনীত কিশোরগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী মাজাহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী এড. মো: জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী ড. উসমান ফারু

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথমদিনের প্রচারণার অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে মধ্যরাতে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। ওই জনসভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম এবং সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়া।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করে লাইনে দাঁড়াতে হবে। কারণ এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। 

এসময় তিনি বিএনপি মনোনীত কিশোরগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী মাজাহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী এড. মো: জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী ড. উসমান ফারুক, কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ও কিশোরগঞ্জ-৬ আসনের প্রার্থী মো. শরীফুল আলমকে মঞ্চে পরিচয় করিয়ে দেন।

এদিকে কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী এড.ফজলুর রহমান জনসভায় আসার পথে পথিমধ্যে অসুস্থ হওয়ায় জনসভায় উপস্থিত হতে পারেননি। তিনি ভাগুলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

জনসভা ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় ছিল এপিবিএন, পুলিশ, র‍্যাব, আনসারসহ সাদাপোশাকে প্রশাসনের লোকজন নিরাপত্তায় নিয়োজিত ছিলো। পাশাপাশি জনসভাস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিএনপির পক্ষ থেকে ৩০০ নেতাকর্মী বেলনটিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। জনসভায় যোগ দিতে বিকাল ৪টার পর থেকেই ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। এরআগে সিলেট মৌলভীবাজার, শেরপুর, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় পথসভায় করেন তারেক রহমান। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও তারেক রহমানের সফরসঙ্গী ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow