এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের শক্তির বিরুদ্ধে : আবু আশফাক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতার চেতনার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। তিনি বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এই নির্বাচন স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের শক্তির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময়। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঢাকার দোহারে উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডের আয়োজনে তাঁতী সম্প্রদায়ের সাথে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আশফাক বলেন, তাঁতী সম্প্রদায় এ দেশের অর্থনীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। অথচ বছরের পর বছর ধরে তারা অবহেলা ও বঞ্চনার শিকার। বিএনপি ক্ষমতায় এলে তাঁতী শিল্পের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে । তিনি বলেন, একটি স্বাধীন, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সঠিক নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে তাঁতী সম্প্রদায়ের নেতারা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা খন্দকার আবু আশফাকের বক্তব্যে সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে তার

এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের শক্তির বিরুদ্ধে : আবু আশফাক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতার চেতনার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। তিনি বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এই নির্বাচন স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের শক্তির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময়।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঢাকার দোহারে উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডের আয়োজনে তাঁতী সম্প্রদায়ের সাথে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশফাক বলেন, তাঁতী সম্প্রদায় এ দেশের অর্থনীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। অথচ বছরের পর বছর ধরে তারা অবহেলা ও বঞ্চনার শিকার। বিএনপি ক্ষমতায় এলে তাঁতী শিল্পের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে ।

তিনি বলেন, একটি স্বাধীন, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সঠিক নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে তাঁতী সম্প্রদায়ের নেতারা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা খন্দকার আবু আশফাকের বক্তব্যে সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে তার পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লি. সভাপতি শাহিন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন মিলনের সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেজজির আহমেদ টিটু, প্রধান বক্তা সাবেক ভিপি হারুন অর রশিদ ওসমানি, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দোহার পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী, বিশিষ্ট শিল্পপতি তানভির আহমেদ সানু মোল্লা, মো. জনি শিকদার, নার্গীস মল্লিক, আইয়ুব হোসেন চুন্নু মিয়া, সুজন হোসেনসহ সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow