এবার খল চরিত্রে কারিনা কাপুর

হাসির ফোয়ারা আর অপ্রত্যাশিত কাণ্ডকারখানার সেই পরিচিত দুনিয়ায় ফের ফিরতে চলেছে বলিউড। আবারও বড় পর্দায় ফিরছে দর্শকপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর পঞ্চম কিস্তি। তবে এবার শুধু হাসি নয়, গল্পের বাঁকে লুকিয়ে থাকছে বড় চমক। একেবারে ভিন্ন রূপে হাজির হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি। আর সেই চমকের কেন্দ্রবিন্দুতে কারিনা কাপুর। দীর্ঘ বিরতির পর ‘গোলমাল’-এর হাত ধরেই তার এই প্রত্যাবর্তন, তাও আবার খল চরিত্রে, যা নিঃসন্দেহে দর্শকদের কৌতূহল আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে চলেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ইতোমধ্যেই নির্মাতা রহিত শেঠির পরিচালনায় নির্মিতব্য ছবির অন্যান্য চরিত্রে কোন অভিনেতারা থাকবেন তা নির্ধারিত হয়েছে। আগের মতোই ছবির মুখ্য চরিত্রে গোপালের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে। কারিনা ও অজয়ের পাশাপাশি এ ছবিতে অভিনয় করছেন আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে ও কোনাল খেমু, জনি লিভার, আশ্বিনী কালেশকর, মুকেশ তিওয়ারিসহ আরও অনেকে।  এদিকে গুঞ্জন রয়েছে এই পঞ্চম ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন শরমন যোশীও। ২০০৬ সালে প্রথম ‘গোলমাল’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। এককথায় এই ছবিকে পুরোনো টিমের রিইউনিয়ন বললেও ভুল হবে না।  এক

এবার খল চরিত্রে কারিনা কাপুর

হাসির ফোয়ারা আর অপ্রত্যাশিত কাণ্ডকারখানার সেই পরিচিত দুনিয়ায় ফের ফিরতে চলেছে বলিউড। আবারও বড় পর্দায় ফিরছে দর্শকপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর পঞ্চম কিস্তি। তবে এবার শুধু হাসি নয়, গল্পের বাঁকে লুকিয়ে থাকছে বড় চমক। একেবারে ভিন্ন রূপে হাজির হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি। আর সেই চমকের কেন্দ্রবিন্দুতে কারিনা কাপুর। দীর্ঘ বিরতির পর ‘গোলমাল’-এর হাত ধরেই তার এই প্রত্যাবর্তন, তাও আবার খল চরিত্রে, যা নিঃসন্দেহে দর্শকদের কৌতূহল আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে চলেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ইতোমধ্যেই নির্মাতা রহিত শেঠির পরিচালনায় নির্মিতব্য ছবির অন্যান্য চরিত্রে কোন অভিনেতারা থাকবেন তা নির্ধারিত হয়েছে। আগের মতোই ছবির মুখ্য চরিত্রে গোপালের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে। কারিনা ও অজয়ের পাশাপাশি এ ছবিতে অভিনয় করছেন আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে ও কোনাল খেমু, জনি লিভার, আশ্বিনী কালেশকর, মুকেশ তিওয়ারিসহ আরও অনেকে। 

এদিকে গুঞ্জন রয়েছে এই পঞ্চম ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন শরমন যোশীও। ২০০৬ সালে প্রথম ‘গোলমাল’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। এককথায় এই ছবিকে পুরোনো টিমের রিইউনিয়ন বললেও ভুল হবে না। 

একইসঙ্গে সিনেপ্রেমীরা আশা করছেন, ছবিতে জনি লিভার, আশ্বিনী কালেশকর, মুকেশ তিওয়ারি-সহ অন্যান্য অভিনেতাদের উপস্থিতিও আগের মতোই এই কমেডি ঘরানার ছবিতে অন্য মাত্রা যোগ করবে।

তবে পুরুষ চরিত্রে কোন কোন অভিনেতাকে দেখা যাবে তা চূড়ান্ত হলেও ছবিতে অজয় দেবগণের বিপরীতে দেখা যাবে তা এখনো নির্ধারিত হয়নি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow