এবার হীরার সন্ধানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বড়দিনের বহু রিলিজের মাঝেই যেন বজ্রাঘাতের মতো আছড়ে পড়ল এক চমক। দেরি হবে, এমন ঘোষণার পরও দর্শকদের অপেক্ষায় না রেখে এবার রহস্যের পর্দা সরালেন নির্মাতা চন্দ্রশীষ রায়। এবার বিজয়নগরের হারিয়ে যাওয়া হীরার খোঁজে ফের মাঠে নামলেন রাজা রায়চৌধুরী। ক্রাচ হাতে, তবু চোখে অদম্য দৃঢ়তা, অভিযানের আগুনে আবারও জ্বলে উঠলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বড়দিনেই প্রকাশ্যে এলো ‘বিজয়নগরের হীরে’র প্রথম ঝলক, আর তাতেই কাকাবাবু অনুরাগীদের মনে বইছে উত্তেজনার ঝড়। প্রকাশিত চলচ্চিত্রটির প্রথম ঝলকে দেখা যায়, কাকাবাবু এবার সদলবলে হাম্পি গিয়েছেন। সেখানে কীভাবে‘বিজয়নগরের হীরে’র রহস্য ফাঁস করবেন তিনি? সেই গল্পই পর্দায় তুলে ধরেছেন পরিচালক চন্দ্রাশীস রায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বিজয়নগরের হিরে’ গল্পের অবলম্বনে তৈরি হয়েছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা। টিজারে প্রতিবারের মতো সাহসী ব্যক্তিত্ব আর মগজাস্ত্রের কেরামতিতে কাকাবাবু চরিত্রে নজর কেড়েছেন প্রসেনজিৎ । তবে এবার সন্তুর ভূমিকায় দেখা গেল আরিয়ান ভৌমিককে। সিনেমার প্রথম ঝলকেই দর্শকমহলের প্রত্যাশার পারদ চড়ালেন কাকাবাবু আর সন্তু। চলচ্চিত্রটি প্
বড়দিনের বহু রিলিজের মাঝেই যেন বজ্রাঘাতের মতো আছড়ে পড়ল এক চমক। দেরি হবে, এমন ঘোষণার পরও দর্শকদের অপেক্ষায় না রেখে এবার রহস্যের পর্দা সরালেন নির্মাতা চন্দ্রশীষ রায়। এবার বিজয়নগরের হারিয়ে যাওয়া হীরার খোঁজে ফের মাঠে নামলেন রাজা রায়চৌধুরী। ক্রাচ হাতে, তবু চোখে অদম্য দৃঢ়তা, অভিযানের আগুনে আবারও জ্বলে উঠলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বড়দিনেই প্রকাশ্যে এলো ‘বিজয়নগরের হীরে’র প্রথম ঝলক, আর তাতেই কাকাবাবু অনুরাগীদের মনে বইছে উত্তেজনার ঝড়।
প্রকাশিত চলচ্চিত্রটির প্রথম ঝলকে দেখা যায়, কাকাবাবু এবার সদলবলে হাম্পি গিয়েছেন। সেখানে কীভাবে‘বিজয়নগরের হীরে’র রহস্য ফাঁস করবেন তিনি? সেই গল্পই পর্দায় তুলে ধরেছেন পরিচালক চন্দ্রাশীস রায়।
সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বিজয়নগরের হিরে’ গল্পের অবলম্বনে তৈরি হয়েছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা।
টিজারে প্রতিবারের মতো সাহসী ব্যক্তিত্ব আর মগজাস্ত্রের কেরামতিতে কাকাবাবু চরিত্রে নজর কেড়েছেন প্রসেনজিৎ । তবে এবার সন্তুর ভূমিকায় দেখা গেল আরিয়ান ভৌমিককে।
সিনেমার প্রথম ঝলকেই দর্শকমহলের প্রত্যাশার পারদ চড়ালেন কাকাবাবু আর সন্তু।
চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের ২৩ জানুয়ারি। এ সিনেমায় প্রসেনজিৎ ও আরিয়ান ভৌমিকের পাশাপাশি অভিনয় করেছেন, সত্যম ভট্টাচার্য, শ্রেয়া ভট্টাচার্যসহ আরও অনেকে।
What's Your Reaction?