এবার হেনস্তার শিকার সামান্থা

ভারতীয় অভিনেত্রী নিধি আগারওয়ালের পর এবার হেনস্তার শিকার হলেন দক্ষিণী সেনসেশন সামান্থা রুথ প্রভু। ভারতের হায়দ্রাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধন করতে গিয়ে হেনস্তার শিকার হন এই সুন্দরী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অনুষ্ঠানের আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা।  ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (২১ ডিসেম্বর) হায়দরাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধনে যান অভিনেত্রী। তার পরনে ছিল কালো এবং রূপালি জরির মিশেলের শাড়ি। সময়মতো অনুষ্ঠানস্থলে পৌঁছে যান তিনি। তবে মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময় আচমকা জনসমুদ্রের বিপাকে পড়েন তিনি। উন্মত্ত জনতা যেন ঘিরে ধরে তাকে। এ সময় নিরাপত্তারক্ষীরা ভিড় সামলানোর অনেক চেষ্টা করেন। তবে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যায় যে নিরাপত্তারক্ষীরা সেটি করতে ব্যর্থ হন।  এদিকে আবার নিরাপত্তারক্ষীদের সাহায্য ছাড়া এক পা-ও এগোতে পারছিলেন না অভিনেত্রী। দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। যদিও সে সসময় সামান্থা মেজাজ হারাননি। মুখের কোণে হাসি রেখে কোনো রকমে পরিস্থিতি সামলে নেন দক্ষিণী এই সুন্দরী। এদিকে দিন কয়েক আগে ‘দ্য রাজা সাব’ ছবির গান লঞ্চের অনুষ্ঠানে যোগ

এবার হেনস্তার শিকার সামান্থা

ভারতীয় অভিনেত্রী নিধি আগারওয়ালের পর এবার হেনস্তার শিকার হলেন দক্ষিণী সেনসেশন সামান্থা রুথ প্রভু। ভারতের হায়দ্রাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধন করতে গিয়ে হেনস্তার শিকার হন এই সুন্দরী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অনুষ্ঠানের আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (২১ ডিসেম্বর) হায়দরাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধনে যান অভিনেত্রী। তার পরনে ছিল কালো এবং রূপালি জরির মিশেলের শাড়ি। সময়মতো অনুষ্ঠানস্থলে পৌঁছে যান তিনি। তবে মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময় আচমকা জনসমুদ্রের বিপাকে পড়েন তিনি। উন্মত্ত জনতা যেন ঘিরে ধরে তাকে।
এ সময় নিরাপত্তারক্ষীরা ভিড় সামলানোর অনেক চেষ্টা করেন। তবে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যায় যে নিরাপত্তারক্ষীরা সেটি করতে ব্যর্থ হন। 

এদিকে আবার নিরাপত্তারক্ষীদের সাহায্য ছাড়া এক পা-ও এগোতে পারছিলেন না অভিনেত্রী। দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। যদিও সে সসময় সামান্থা মেজাজ হারাননি। মুখের কোণে হাসি রেখে কোনো রকমে পরিস্থিতি সামলে নেন দক্ষিণী এই সুন্দরী।

এদিকে দিন কয়েক আগে ‘দ্য রাজা সাব’ ছবির গান লঞ্চের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হেনস্তার শিকার হন ভারতের জনপ্রিয় শিল্পী নিধি আগরওয়াল। অনুষ্ঠান থেকে ফেরার পথে কয়েকশো মানুষ তাকে ঘিরে ধরে। অভিযোগ, বেশ কয়েকজন অশালীন স্পর্শও করে তাকে। এ বিষয়টি নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। পোশাক সামলে কোনোক্রমে ঘটনাস্থল ছাড়েন তিনি।

এই ঘটনার মাত্র কয়েক দিনের মধ্যে সামান্থার হেনস্তায় বিব্রত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। সব মিলিয়ে, সামান্থাকে ঘিরে এবার নিরাপত্তা ও আয়োজকদের দায়িত্ব নিয়ে বিতর্ক দানা বাঁধল। অনুরাগীদের একাংশের মতে, তারকাদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা আয়োজকদের নৈতিক দায়িত্ব, যা এ ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow