এভারকেয়ারে সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসক জাহিদের মা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা গুরুতর অসুস্থ। তিনি গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। দায়িত্বশীল সূত্র জানায়, প্রায় ৮২ বছর বয়সী বেগম জেবুন নেসা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত ২৪ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন, গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে একই হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডা. জাহিদ হোসেন তখন তার চিকিৎসার সমন্বয় করছিলেন। ঠিক পরের দিনই তার অসুস্থ মাকেও সিসিইউতে ভর্তি করতে হয়। কেএইচ/এমকেআর/এমএস

এভারকেয়ারে সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসক জাহিদের মা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা গুরুতর অসুস্থ। তিনি গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

দায়িত্বশীল সূত্র জানায়, প্রায় ৮২ বছর বয়সী বেগম জেবুন নেসা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত ২৪ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগের দিন, গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে একই হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডা. জাহিদ হোসেন তখন তার চিকিৎসার সমন্বয় করছিলেন। ঠিক পরের দিনই তার অসুস্থ মাকেও সিসিইউতে ভর্তি করতে হয়।

কেএইচ/এমকেআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow