এম এম উজ্জ্বলের একগুচ্ছ কাপলেট

০১শীতের বিষণ্ণতায় যে পাতা ঝরে, সেও জানে—শোক ভুলে—নতুন পাতায় গাছ সাজবে বসন্তে। ০২ঝিনুক চায়, মুক্তাও—ঘটুক বিচ্ছেদঅভিমান কেটে গেলে রয়ে যায় খেদ। ০৩শহরে অক্সিজেন খুঁজে টবে-বনসাইয়েকংক্রিটে পানি ঢালে যদি ফুল ফোঁটে। ০৪জালে বসে মাকড়শা বাগ্মীতায় চায় আলিঙ্গনগিরগিটিও রং বদলায় করে স্মৃতি রোমন্থন। ০৫সৌন্দর্য গর্বে সর্বদা আত্মহারা শিমুলের ফুলনা-বাঁধে খোঁপায়, না-ওড়ে ভ্রমর—পায় না কুল। এসইউ

এম এম উজ্জ্বলের একগুচ্ছ কাপলেট

০১
শীতের বিষণ্ণতায় যে পাতা ঝরে, সেও জানে—
শোক ভুলে—নতুন পাতায় গাছ সাজবে বসন্তে।

০২
ঝিনুক চায়, মুক্তাও—ঘটুক বিচ্ছেদ
অভিমান কেটে গেলে রয়ে যায় খেদ।

০৩
শহরে অক্সিজেন খুঁজে টবে-বনসাইয়ে
কংক্রিটে পানি ঢালে যদি ফুল ফোঁটে।

০৪
জালে বসে মাকড়শা বাগ্মীতায় চায় আলিঙ্গন
গিরগিটিও রং বদলায় করে স্মৃতি রোমন্থন।

০৫
সৌন্দর্য গর্বে সর্বদা আত্মহারা শিমুলের ফুল
না-বাঁধে খোঁপায়, না-ওড়ে ভ্রমর—পায় না কুল।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow