এম এম উজ্জ্বলের পাঁচটি কাপলেট

০১বন্য পাখি বনে থাকে তবু থাকে নীড়হা-ঘরে নগর-রাস্তায় ঘুমের ভিড়। ০২বহু বাধা ডিঙিয়ে নদী মেলে সাগরেখাল তো পায় না দেখা মরে হা-হুতাশে। ০৩ফুল ঝরে গেলেও তা ভালোবাসার প্রতীকলৌহ স্থায়ী তবু মনে দাগ কাটে না অধিক। ০৪আলো বিনা অন্ধকার কত না অর্থহীনআকাশে কাঙ্ক্ষিত চাঁদও সূর্যের অধীন। ০৫গাছে যত ফল হয়; তত হয় নিচুমানুষ পুরো উল্টো—ভাবে কত কিছু। এসইউ

এম এম উজ্জ্বলের পাঁচটি কাপলেট

০১
বন্য পাখি বনে থাকে তবু থাকে নীড়
হা-ঘরে নগর-রাস্তায় ঘুমের ভিড়।

০২
বহু বাধা ডিঙিয়ে নদী মেলে সাগরে
খাল তো পায় না দেখা মরে হা-হুতাশে।

০৩
ফুল ঝরে গেলেও তা ভালোবাসার প্রতীক
লৌহ স্থায়ী তবু মনে দাগ কাটে না অধিক।

০৪
আলো বিনা অন্ধকার কত না অর্থহীন
আকাশে কাঙ্ক্ষিত চাঁদও সূর্যের অধীন।

০৫
গাছে যত ফল হয়; তত হয় নিচু
মানুষ পুরো উল্টো—ভাবে কত কিছু।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow