এসব নোংরামি বন্ধ করুন, আর পারছি না: খাদিজা

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে জিএস পদে লড়ছেন খাদিজাতুল কুবরা। রাজনীতিতে যুক্ত হওয়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার (২৫ নভেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব বন্ধ করার আহ্বান জানান। স্ট্যাটাসে কুবরা লিখেছেন, এতদিন তাকে নিয়ে বিতর্ক না থাকলেও রাজনীতিতে আসার পর বিভিন্ন ফেক আইডি ও ব্যক্তি তাকে নিশানা বানাচ্ছে। কিছু সাংবাদিকের মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর প্রশ্ন তাকে আরও মানসিক চাপের মুখে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি। ১৫ মাস কারাগারে থাকার সময়ও এতটা মানসিকভাবে ভেঙে পড়েননি বলে উল্লেখ করেন কুবরা। সম্প্রতি ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী নূর নবীর চিকিৎসার জন্য আয়োজিত চ্যারিটি কনসার্টে মঞ্চে উঠে ৫০ হাজার টাকা সংগ্রহের ঘোষণা দেওয়ার পর নির্বাচন কমিশনের শর্ত ভঙ্গের অভিযোগে তাকে সমালোচনার মুখে পড়তে হয়। খাদিজাতুল কুবরা জবি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ২০২০ সালে অনলাইনে বক্তব্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় তিনি প্রায় ১৫ মাস কারাগারে ছিলেন।

এসব নোংরামি বন্ধ করুন, আর পারছি না: খাদিজা

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে জিএস পদে লড়ছেন খাদিজাতুল কুবরা। রাজনীতিতে যুক্ত হওয়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার (২৫ নভেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব বন্ধ করার আহ্বান জানান।

স্ট্যাটাসে কুবরা লিখেছেন, এতদিন তাকে নিয়ে বিতর্ক না থাকলেও রাজনীতিতে আসার পর বিভিন্ন ফেক আইডি ও ব্যক্তি তাকে নিশানা বানাচ্ছে। কিছু সাংবাদিকের মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর প্রশ্ন তাকে আরও মানসিক চাপের মুখে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি। ১৫ মাস কারাগারে থাকার সময়ও এতটা মানসিকভাবে ভেঙে পড়েননি বলে উল্লেখ করেন কুবরা।

সম্প্রতি ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী নূর নবীর চিকিৎসার জন্য আয়োজিত চ্যারিটি কনসার্টে মঞ্চে উঠে ৫০ হাজার টাকা সংগ্রহের ঘোষণা দেওয়ার পর নির্বাচন কমিশনের শর্ত ভঙ্গের অভিযোগে তাকে সমালোচনার মুখে পড়তে হয়।

খাদিজাতুল কুবরা জবি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ২০২০ সালে অনলাইনে বক্তব্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় তিনি প্রায় ১৫ মাস কারাগারে ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow