এ মাটিতে প্রতিটি হত্যার বিচার হতে হবে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে সাম্য ও হাদির হত্যার বিচারের দাবি জানিয়েছেন। তিনি বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও গণতন্ত্রের প্রতি আস্থা পুনঃস্থাপনের প্রসঙ্গ তুলে ধরেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে ফখরুল লিখেছেন, “আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম। সঙ্গে আমার স্ত্রী। তখন একটি তরুণ তার স্ত্রীকে নিয়ে এগিয়ে এলো আমার দিকে এবং বলল—‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি!’” ফখরুলের পোস্টে আরও বলা হয়েছে, “একটি ছেলে, একদম তরুণ, যে গণতন্ত্রের পক্ষে ছিল, নির্বাচন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিল এবং প্রচারণা চালাচ্ছিল, তাকে এভাবে হত্যা করা হলো। এর বিচার অবশ্যই হতে হবে। মুবাসসির, সাম্য—প্রতিটি হত্যার বিচারের দাবিতে আমাদের অটল থাকতে হবে। ইনশাআল্লাহ।” এতে তিনি সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, রাজনৈতিক সহিংসতার শিকার প্রতিটি ব্যক্তি ও পরিবার দেশের নাগরিক হিসেবে ন্যায্য বিচার পেতে বাধ্য। ফখরুলের পোস্টে হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট দোষীদের যথাযথ বিচার এবং নির্দোষ হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধের তাগাদা দেওয়া হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে সাম্য ও হাদির হত্যার বিচারের দাবি জানিয়েছেন। তিনি বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও গণতন্ত্রের প্রতি আস্থা পুনঃস্থাপনের প্রসঙ্গ তুলে ধরেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে ফখরুল লিখেছেন, “আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম। সঙ্গে আমার স্ত্রী। তখন একটি তরুণ তার স্ত্রীকে নিয়ে এগিয়ে এলো আমার দিকে এবং বলল—‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি!’”
ফখরুলের পোস্টে আরও বলা হয়েছে, “একটি ছেলে, একদম তরুণ, যে গণতন্ত্রের পক্ষে ছিল, নির্বাচন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিল এবং প্রচারণা চালাচ্ছিল, তাকে এভাবে হত্যা করা হলো। এর বিচার অবশ্যই হতে হবে। মুবাসসির, সাম্য—প্রতিটি হত্যার বিচারের দাবিতে আমাদের অটল থাকতে হবে। ইনশাআল্লাহ।”
এতে তিনি সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, রাজনৈতিক সহিংসতার শিকার প্রতিটি ব্যক্তি ও পরিবার দেশের নাগরিক হিসেবে ন্যায্য বিচার পেতে বাধ্য। ফখরুলের পোস্টে হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট দোষীদের যথাযথ বিচার এবং নির্দোষ হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধের তাগাদা দেওয়া হয়েছে।
What's Your Reaction?