ওমানের জালে ১৩ গোল বাংলাদেশের, আমিরুলের ৫
অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে ১৭ থেকে ২৫তম স্থান নির্ধারণীর কোয়ার্টার ফাইনালে বিশাল বড় জয় পেয়েছে বাংলাদেশ। ওমানের জালে রীতিমতো গোল উৎসব করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৩-০ গোলে ওমানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। এই ম্যাচেও আলো ছড়িয়েছেন বাংলাদেশের আমিরুল। গ্রুপ পর্বে দুই হ্যাটট্রক করা আমিরুল ওমানের বিপক্ষে একাই করেছেন ৫ গোল। এছাড়া রাকিবুল ৩, সাজু ও আব্দুল্লাহ জোড়া এবং ওবায়দুল এক গোল করেন। ... বিস্তারিত
অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে ১৭ থেকে ২৫তম স্থান নির্ধারণীর কোয়ার্টার ফাইনালে বিশাল বড় জয় পেয়েছে বাংলাদেশ। ওমানের জালে রীতিমতো গোল উৎসব করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৩-০ গোলে ওমানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।
এই ম্যাচেও আলো ছড়িয়েছেন বাংলাদেশের আমিরুল। গ্রুপ পর্বে দুই হ্যাটট্রক করা আমিরুল ওমানের বিপক্ষে একাই করেছেন ৫ গোল। এছাড়া রাকিবুল ৩, সাজু ও আব্দুল্লাহ জোড়া এবং ওবায়দুল এক গোল করেন। ... বিস্তারিত
What's Your Reaction?