ওসমান হাদিকে জাতীয় কবরস্থানে দাফনের দাবি আবরার ফাইয়াজের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-০৮ আসনের এমপিপ্রার্থী শরিফ ওসমান হাদির হাদি মারা গেছেন। তার জাতীয় কবরস্থানে দাফনের দাবি জানিয়েছেন শহীদ আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ।  বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ফেসবুকে এক পোস্টে তিনি এ দাবি জানান।  পোস্টে ফাইয়াজ লিখেন, পরিবারের আপত্তি না থাকলে, ওসমান হাদী ভাইকে সংসদ ভবনের পাশে জাতীয় কবরস্থানে যেকোনো মূল্যে শায়িত করতে হবে আমাদের। জাতীয় কবি কাজী নজরুলের কবরের পাশে করাও অপশন হতে পারে। এর আগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরটি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম। এদিকে রাতে নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ওই পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আ

ওসমান হাদিকে জাতীয় কবরস্থানে দাফনের দাবি আবরার ফাইয়াজের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-০৮ আসনের এমপিপ্রার্থী শরিফ ওসমান হাদির হাদি মারা গেছেন। তার জাতীয় কবরস্থানে দাফনের দাবি জানিয়েছেন শহীদ আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ফেসবুকে এক পোস্টে তিনি এ দাবি জানান। 

পোস্টে ফাইয়াজ লিখেন, পরিবারের আপত্তি না থাকলে, ওসমান হাদী ভাইকে সংসদ ভবনের পাশে জাতীয় কবরস্থানে যেকোনো মূল্যে শায়িত করতে হবে আমাদের। জাতীয় কবি কাজী নজরুলের কবরের পাশে করাও অপশন হতে পারে।

এর আগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম।

এদিকে রাতে নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ওই পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow