ওসমান হাদিকে নিয়ে কবিতা: রাসপুটিন

(বিপ্লবী বীর হাদির প্রতি উৎসর্গ) নিশ্চুপ হয়ে গেল একটি কণ্ঠ—বলা যায়, চুপ করে দেওয়া হলো জোরালো এক স্তম্ভ! এগিয়ে আসছে রক্ত, ঘূর্ণিঝড়অপর দিক থেকে ধেয়ে আসছেহিংসা, বিদ্বেষ, ক্ষমতা, লোভ, উগ্রতামাঝখানে শুধুই অন্ধকার... আগুনে আলুপোড়া খাওয়ার লোকের অভাব নেইএ হলো বাঙালির চিরকালীন দুর্ভাগ্যহাদিরা মাঝেমধ্যে জেগে ওঠেন ফিনিক্স হয়ে। রাসপুটিন হয়ে যায় বিপ্লবী দেশপ্রেমরাসপুটিন হতে হতে একসময় মাথা উঁচু করি আমরাজেগে ওঠে গণতন্ত্র জোয়ার। এসইউ

ওসমান হাদিকে নিয়ে কবিতা: রাসপুটিন

(বিপ্লবী বীর হাদির প্রতি উৎসর্গ)

নিশ্চুপ হয়ে গেল একটি কণ্ঠ—
বলা যায়, চুপ করে দেওয়া হলো জোরালো এক স্তম্ভ!

এগিয়ে আসছে রক্ত, ঘূর্ণিঝড়
অপর দিক থেকে ধেয়ে আসছে
হিংসা, বিদ্বেষ, ক্ষমতা, লোভ, উগ্রতা
মাঝখানে শুধুই অন্ধকার...

আগুনে আলুপোড়া খাওয়ার লোকের অভাব নেই
এ হলো বাঙালির চিরকালীন দুর্ভাগ্য
হাদিরা মাঝেমধ্যে জেগে ওঠেন ফিনিক্স হয়ে।

রাসপুটিন হয়ে যায় বিপ্লবী দেশপ্রেম
রাসপুটিন হতে হতে একসময় মাথা উঁচু করি আমরা
জেগে ওঠে গণতন্ত্র জোয়ার।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow