ওসমান হাদির মৃত্যু: দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে  দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। ওসমান হাদির মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। উত্তাল চট্টগ্রাম, দুই নম্বর গেইটে সড়ক অবরোধ ওসমান হাদির মৃত্যুর খবরে চট্টগ্রামে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা দুই নম্বর গেইটে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন জুলাই আন্দোলনের কর্মী-সমর্থকরা। রাত সাড়ে ১১টার দিকে কয়েকশ বিক্ষোভকারী দুই নম্বর গেইট মোড়ে জড়ো হয়ে সড়কের মাঝখানে অবস্থান নেন। এতে নগরীর এই ব্যস্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। শনির আখড়া ও যাত্রাবাড়ীতে মহাসড়ক অবরোধ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনি আখড়া ও যাত্রাবাড়ী এলাকায় তীব

ওসমান হাদির মৃত্যু: দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে  দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। ওসমান হাদির মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

উত্তাল চট্টগ্রাম, দুই নম্বর গেইটে সড়ক অবরোধ

ওসমান হাদির মৃত্যুর খবরে চট্টগ্রামে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা দুই নম্বর গেইটে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন জুলাই আন্দোলনের কর্মী-সমর্থকরা। রাত সাড়ে ১১টার দিকে কয়েকশ বিক্ষোভকারী দুই নম্বর গেইট মোড়ে জড়ো হয়ে সড়কের মাঝখানে অবস্থান নেন। এতে নগরীর এই ব্যস্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

শনির আখড়া ও যাত্রাবাড়ীতে মহাসড়ক অবরোধ

ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনি আখড়া ও যাত্রাবাড়ী এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সায়দাবাদ থেকে চিটাগাং রোড পর্যন্ত তৈরি হয়েছে যানজট। শনি আখড়া ও যাত্রাবাড়ীর একাধিক পয়েন্টে সড়ক অবরোধ করে অবস্থান নেন ছাত্র-জনতা। 

সিলেটে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। রাত সাড়ে ১১টার পর নগরীর চৌহাট্টাস্থ বিজয় চত্বরে জড়ো হয়ে তারা মিছিল ও বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষোভকারীরা সড়কে বসে পড়েন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে পটুয়াখালীর জুলাই আন্দোলনকারী, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। রাত ১১টার দিকে পটুয়াখালীর প্রাণকেন্দ্র চৌরাস্তায় প্রায় ঘণ্টাব্যাপী এই ব্লকেড কর্মসূচি অনুষ্ঠিত হয়।  বিক্ষোভ চলাকালে ঢাকা ও কুয়াকাটাগামী যানবাহনগুলো মহাসড়কে আটকে থাকতে দেখা যায়।

গাজীপুরে বিক্ষোভ মিছিল ও  সড়ক অবরোধ

ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও  সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাতে শিববাড়ি ও টঙ্গীর কলেজ গেইটসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ডুয়েট শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow