ওসমান হাদীর উপর হামলার ঘটনায় নোবিপ্রবিতে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর ওপর গুলি করে হত্যার প্রচেষ্টার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নোবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। সরেজমিনে দেখা যায়, মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের সকল হলসমূহ প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা "তুমি কে আমি কে, হাদি হাদি ", তুমি আমি হাদি হবো, গুলির মুখে কথা কব", " হাদি ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন আগুন ঘরে ঘরে ", "দালালি না আজাদি, আজাদি আজাদি" সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে বক্তৃতা ও সম্মিলিত মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য প্রদানকালে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী মো: ইসহাক বলেন: আজ দুপুর ২:৩০ এর দিকে আমাদের ইনকিলাব সম্মানিত মুখপাত্র জনাব ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন অথচ ইন্টিরিয়েন এখনো শুয়ে আছেন। যে দেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর ওপর গুলি করে হত্যার প্রচেষ্টার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নোবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
সরেজমিনে দেখা যায়, মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের সকল হলসমূহ প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা "তুমি কে আমি কে, হাদি হাদি ", তুমি আমি হাদি হবো, গুলির মুখে কথা কব", " হাদি ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন আগুন ঘরে ঘরে ", "দালালি না আজাদি, আজাদি আজাদি" সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে বক্তৃতা ও সম্মিলিত মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বক্তব্য প্রদানকালে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী মো: ইসহাক বলেন: আজ দুপুর ২:৩০ এর দিকে আমাদের ইনকিলাব সম্মানিত মুখপাত্র জনাব ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন অথচ ইন্টিরিয়েন এখনো শুয়ে আছেন। যে দেশের বিপ্লবী ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয় এবং খুনী আওয়ামীলীগেরা ঘরে শুয়ে থাকে।
এছাড়াও আইন বিভাগ ১৮ ব্যাচের শিক্ষার্থী জাফর বলেন, “ওসমান হাদি ভাই শুধু একটি নাম নন। তিনি বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের প্রতীক। জুলাই আন্দোলনে হাদি ভাইয়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৬ মাসে অন্যায় অবিচারের বিরুদ্ধে তার নিরলস লড়াই ছিল অনন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ ‘আধিপত্যবাদ’ আবারও বিভিন্নভাবে আমাদের সামনে ফিরে এসেছে। আজকের প্রতিটি ছবি দেখে আমরা মর্মাহত।রিকশায় থাকা অবস্থায় হাদি ভাইকে যেভাবে নির্মমভাবে গুলি করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আদি ভাই খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং বাংলাদেশের নতুন নেতৃত্ব গঠনে বড় ভূমিকা রাখবেন, ইনশাআল্লাহ।”
সমুদ্রবিজ্ঞান বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী রাফি বলেন,“আপনারা জানেন, আমাদের সবার পরিচিত মুখ জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী ওসমান হাদি ভাইকে আজ নির্মমভাবে গুলি করা হয়েছে। আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই হাদি ভাই, আপনি একা নন; এই পথে আপনি কখনোই একা নন। হাদি ভাইয়ের প্রতিটি রক্তবিন্দুর হিসাব স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে। একটি দেশের আইনব্যবস্থা কতটা দুর্বল হলে এমন ঘটনা ঘটতে পারে আমরা বারবার তা দেখতে পেয়েছি। তাই আমাদের বার্তা পরিষ্কার, অতিদ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।”
উল্লেখ্য, আজ ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। এরপর তাৎক্ষণিকভাবে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
What's Your Reaction?