ওসমান হাদীর মৃত্যুতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ ও জুলাই বিপ্লবী ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীর মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে থাকবে। তার আত্মত্যাগ ও সংগ্রাম জাতি দীর্ঘদিন স্মরণে রাখবে বলে মন্তব্য করেন তারা। বক্তারা আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় আপসহীন আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় বিক্ষুব্ধ জনতা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিভিন্ন ভারতবিরোধী স্লোগান দেয়।

ওসমান হাদীর মৃত্যুতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ ও জুলাই বিপ্লবী ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীর মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে থাকবে। তার আত্মত্যাগ ও সংগ্রাম জাতি দীর্ঘদিন স্মরণে রাখবে বলে মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় আপসহীন আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় বিক্ষুব্ধ জনতা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিভিন্ন ভারতবিরোধী স্লোগান দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow